Archive - ডিস 9, 2007 - বইয়ের পৃষ্ঠা

তারিখ
ধরন

দৃশ্য ৬-ই আশ্বিন

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: রবি, ০৯/১২/২০০৭ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৃশ্য-৬ই আশ্বিন

বর্ষার মুগ্ধ চোখে দৃষ্টি ফেলে যদি
দেখা যেত আশ্বিনের পরিপাটি রেশম বাগান

কালো পথ বুক পেতে হয়ে যেত যদি
বৃষ্টির আঁচড়-কাটা নির্জন উঠান
তবে
আমাদের যৌথ হাত ভেঙে দিতো সংকোচের মেঘ
উজানে বৃষ্টির গানে ভেসে যেত ভাটির আব...