১. ছোটবেলার কথা। বিকালে মাঠে খেলাধুলা করে বাসায় ফিরেছি। আম্মার কমান্ড আসলো ....যা হাতমুখ ধুয়ে আয়। বাধ্য ছেলে হাত মুখ ধুয়ে চলে এলাম (কোন কারণে ক্ষিপ্ত থাকায় বুদ্ধি কম্পুটারসম হলো) - পাগুলো ধুলিময় রয়ে গেল... ওগুলো বাদ দিয়ে শুধু হাত-আর মুখ ধুয়ে চলে আসলাম!
২. একই সময়ে আরেকরকম কমান্ড আসতো, যা নাস্তা খাবি, টেবিলে বস্...
ভনিতাপর্ব
xxxxxxxxx
xxxxxxxxx
সহব্লগার নজমুল আলবাব তার কবিতার কাগজ 'শস্যপর্ব'এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ করেছিলেন প্রায় ছয়বছর বিরতি তে ।
শস্যপর্ব'র জন্য কিছু কবিতা অনুবাদ করেছিলাম, রাশান কবি আন্না আখমাতোভা'র ।