Archive - 2008 - বইয়ের পৃষ্ঠা

December 28th

দুঃখিত : শেষ আলোরেখায়

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: শনি, ২৭/১২/২০০৮ - ৮:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুঃখিত : শেষ আলোরেখায়

দুঃখিত
বলাটা সহজ
অথচ তোমার দুঃখপ্রকাশের একটু আগেই
বিশাল বৃক্ষের খর্ব ছায়াকে দীর্ঘ হতে হতে
ঘন অন্ধকারে ডুবে যেতে দেখেছি।

দুঃখিত
বলাটা সহজ
কৈশোরে প্রেমের মত স্বাভাবিক
অথচ ওই একটিমাত্র শব্দের পেছনে
জগতের তাবত্ দুঃখ সারিবদ্ধ হয় বিলীন হয়ে যেতে
যাদুর লাঠি ছুঁয়ে দিলেই উধাও হবে যেন স্বপ্নের শিশু।

তুমি দুঃখিত হওয়ার পর সেই ছায়াকে আমি আর ফেরাতে পারিনি
সূর...


December 26th

আমায় গেঁথে দাও না মা'গো

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমায় গেঁথে দাও না মাগো
শিল্পীঃ রুনা লায়লা

আমায় গেঁথে দাও না মা'গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।

আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই,
তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই।
দেব তারই সমাধিতে আমি তোমার হাতের মালা,
ভাই হারানোর জ্বালা।

তারই শোকে কোকিল ডাকে ফোঁটে বনের ফুল
ফুল ফাগুনের মধুর তিথি কেঁদে হয় আকুল।
আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ...


December 17th

সবক'টা জানালা খুলে দাও না

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ সবক'টা জানালা খুলে দাও না
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু।

সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।

ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো ...


আমার দেশের মাটির গন্ধে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমার দেশের মাটির গন্ধে
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান

আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।

প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।

বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।

গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন ...


আমায় যদি প্রশ্ন করে, আলো-নদীর এক দেশ!

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ২:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমায় যদি প্রশ্ন করে
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ?
বলবো আমি বাংলাদেশ।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ?
বলবো আমি বাংলাদেশ।

এক সূর্যের হাজার আলোর কণা
ফুল দিয়ে কে মাটি করল অরুপ সোনা।।

আমায় যদি প্রশ্ন করে
মায়াবতী কোন দেশ?
বলবো আমি বাংলাদেশ।

আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ?
বলবো ...


মা'গো আর নয় চুপিচুপি আসা

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ২:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ মা'গো আর নয় চুপিচুপি আসা
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,কিশোর এবং সাব্বির
সুরকার ও গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

মা'গো আর নয় চুপিচুপি আসা
মা'গো আর নয় চুপিচুপি বলা
সবক'টা জানালা খুলে দাও না।

মা'গো সব ভয় ভুলে গিয়ে, দরজাটা খুলে দিয়ে,
নির্ভয়ে বুকে টেনে নাও না, মা'গো নাও না।
ও মা নাও না, ও মা নাও না।।

একাত্তরের যুদ্ধের পর একি তোমার মা'গো বিবর্ন রুপ
এ মলিন মুখ দেখে মা'গো কি করে আমরা বল থাকি ...


এই পদ্মা এই মেঘনা।

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ এই পদ্মা এই মেঘনা।
শিল্পীঃ আবু জাফর/ ফরিদা পারভীন।
গীতিকার/সুরকারঃ আবু জাফর।

এই পদ্মা এই মেঘনা এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ এই আমার প্রেম।

আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।

এই মধুমতি ধানসিড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে ।।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।

আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ ...


December 16th

দেশের গানঃ যদি মরণের পরে কেউ প্রশ্ন করে

নিঘাত তিথি এর ছবি
লিখেছেন নিঘাত তিথি (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথাঃ মোহাম্মদ রফিকুজ্জামান
সুরঃ খন্দকার নুরূল আলম
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

যদি মরণের পরে কেউ প্রশ্ন করে
কি দেখেছি?
আমি বলব চোখের কাছে নাও না জেনে
ওখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি।।

প্রশ্ন করে যদি কি পেয়েছি আমি সারাটি জীবন
বলব নাও না পড়ে আমার এ মন
এ দেশের মানুষের ভালোবাসা পেয়ে
বুকের ভাষায় কাব্য লিখেছি।।

প্রশ্ন করে যদি কি দিয়েছি আমি বিনিময়ে তার
বলব মৃত্যুকে শুধাও এবার
এ দেশ...


সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ১১:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিল্পী: আব্দুল হাদী
গীতিকার: মনিরুজ্জামান মনির
সুরকার: আলাউদ্দিন আলী

সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।

জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও... কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে।

সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।

আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয়...


সুন্দর সুবর্ণ

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিল্পী: সাবিনা ইয়াসমীন
গীতিকার ও সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল

সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।

থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।

তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোম...