[ উত্ সগ : বনশ্রী রোডের সবুজ বালিকা ; একদিন এই গল্প প্রান্তরে প্রান্তরে জমে ছিলো , ডেকেছিলে জল , যাতনা ]
একটা ভোরবেলা পাখির মতো গেয়ে উঠলে নিজস্ব ঠোটে
একটা রাতের যাতনা মিশে গিয়েছিলো কিন্নর কুয়াশায়
একটা স্বপ্ন সে বার ভিখিরির মতো খড়...
'সমস্ত নদীপথ বন্ধ হয়ে যাচ্ছে' -ঘোষনা দিয়ে শোকাতুর হলেন জলপোতের অধিপতি ।
তাবৎ পতিদের অবিশ্বাসে কোন ক্ষতিবৃদ্ধি নেই নিরীহ নাগরিকের,তবু এই বেলা দেখি-ঠিকই আছে;
আমার শৈশবের পাশ ঘেঁষে বয়ে যেতো যে স্রোতস্বিনী সে আজ বড় জীর্নপ্রিয়,যদি ও ...
সেই পরিচিত ঘরে আমি বারবার যাই
পুরোনো ঘর
পুরোনো পায়রা
পুরোনো বেড়াল
গৃহবাসীদের অবিন্যাস্ত কেশ দেখতে পাই
যত্রতত্র পড়ে থাকা অসীম অবজ্ঞার জঞ্জাল
ঘনিষ্ট গন্ধের বাতাসে ঝুলতে থাকা স্নানের চিহ্নে
আমার সমস্ত ক্লীবতার ইতিহাস ফি...
পাড়াতুতো অনুজদের সামনেটায় সবচে' উঁচু আসনে বসে গাঁজারেট ফুঁকতে-ফুঁকতে বেশ আয়েস করে আলাপ জুড়ে অন্তু-- জানিস, স্বপ্নে যেদিন আমি প্রথম বিমানে চড়লাম, কখন, কোথায়, কীভাবে সেটা সম্ভব হলো, তা জানতেই পারি নি একেবারে, শুধু বুঝলাম যে বিমানে চড়...