এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর আজ পদ্মা-মেঘনা-যমুনাতে বহে রক্তের ধারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে,
শকুনের দল ছিঁড়িয়া খায় বাঁচায় না কেউ তারেরে দয়া...
বেশী কিছু বলব না । যা বলার তা এখানেই বলা হয়ে গেছে।
এখন শুধু আমাদের এই উদ্যোগটুকু সমাধা করার পালা। আমরা কত কি তো পারি...তবে এটা নয় কেন?
জাগো সচলবাসী জাগো...এবার কোমর বেঁধে লাগো।
আসুন গড়ে তুলি দেশাত্মকবোধক গানের শক্তিশালী সংগ্রহশালা ।
সচলের সকলে রেখে যান তাদের পছন্দের কিংবা পরিচিত দেশাত্মকবোধক গানের লিঙ্ক,সাথে গানের লিরিক্স এবং যদি জানা থাকে...