গানঃ সবক'টা জানালা খুলে দাও না
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু।
সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো ...
গানঃ আমার দেশের মাটির গন্ধে
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান
আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।
প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।
বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।
গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন ...
গানঃ আমায় যদি প্রশ্ন করে
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ?
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ?
বলবো আমি বাংলাদেশ।
এক সূর্যের হাজার আলোর কণা
ফুল দিয়ে কে মাটি করল অরুপ সোনা।।
আমায় যদি প্রশ্ন করে
মায়াবতী কোন দেশ?
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ?
বলবো ...
গানঃ মা'গো আর নয় চুপিচুপি আসা
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,কিশোর এবং সাব্বির
সুরকার ও গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
মা'গো আর নয় চুপিচুপি আসা
মা'গো আর নয় চুপিচুপি বলা
সবক'টা জানালা খুলে দাও না।
মা'গো সব ভয় ভুলে গিয়ে, দরজাটা খুলে দিয়ে,
নির্ভয়ে বুকে টেনে নাও না, মা'গো নাও না।
ও মা নাও না, ও মা নাও না।।
একাত্তরের যুদ্ধের পর একি তোমার মা'গো বিবর্ন রুপ
এ মলিন মুখ দেখে মা'গো কি করে আমরা বল থাকি ...
গানঃ এই পদ্মা এই মেঘনা।
শিল্পীঃ আবু জাফর/ ফরিদা পারভীন।
গীতিকার/সুরকারঃ আবু জাফর।
এই পদ্মা এই মেঘনা এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ এই আমার প্রেম।
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।
এই মধুমতি ধানসিড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে ।।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ ...