প্রচলিত প্রথার শেকল ভেঙে বের হওয়া খুব সহজ নয়। সব সময়েই চেষ্টা করেছি একুশে বইমেলায় একটি করে বই যেন উপহার দিতে পারি আমার পাঠকদের। সেই ধারাবাহিকতায় গতবছর 'পরাজিত মেঘদল' প্রকাশিত হয়েছে জনান্তিক থেকে। এবার শেকল ভাঙার ক্ষুদ্র চেষ্টা...