বেশ কয়েকজন সচলের বই এবারের বইমেলা মাতাবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। অন্য অনেক সুহৃদ সচলের মতো আমার Monga Caravan- বইটিও ইতোমধ্যেই মেলায় চলে এসেছে। পাওয়া যাচ্ছে জনান্তিকের স্টলে। যাঁদের বই এসেছে তাদেরকে প্রাণ থেকে অভিনন্দন। পাশাপাশি আপন...