করিডোর চলে গেছে শূন্যতায় নির্জনতা বিশ্রামে ডুবে গেছে হুইলচেয়ার, ট্রলি, বেঞ্চ নিরবতা হঠাত্ বেজে ওঠে টেলিফোন বাজতেই থাকে একনাগাড়ে সাইরেন শেষপ্রান্তের স্থির আলোতে আন্দোলন তুলে এদিকে আসছেন জরুরী ডাক্তার নড়ে ওঠে দীর্ঘ পথ পেরি...