কোন কোন বৃষ্টির রাতে, ঘন অন্ধকারে
ভুল করে ট্রেন চলে যায়,হায় একাকী ষ্টেশন
ছোঁয়াহীন গাঢ়বেদনার অবয়ব । এইসব রুপকথা
হয়ে ফিরে আসে কোন কোন বৃষ্টির রাতে ।
পানশালার শেষবাতি নিভে গেলে, বিশুদ্ধ মাতাল
তাল ঠ...
সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।
ধোঁয়ায় মিশে যাই
ডুবে যাই কালোয় সাদায়
বুক ভরে ধোঁয়া তবু পাওয়া যায়
সিগারেট ফেলে না ধাঁধায় ।