সিগারেট পোড়াই তোমাকে পোড়াতে পারি না তাই।
ধোঁয়ায় মিশে যাই ডুবে যাই কালোয় সাদায় বুক ভরে ধোঁয়া তবু পাওয়া যায় সিগারেট ফেলে না ধাঁধায় ।