রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি গোপালচন্দ্র সেনের কণ্ঠে রেকর্ড করা হয় রবীন্দ্রনাথের জীবদ্দশায়। আমাদের চেনা সুরের চেয়ে একটু ভিন্ন বাউলাঙ্গের এই সুরে মূর্ত হয়ে উঠেছে চিরন্তন বাংলার চিরচেনা ছবি। পরবর্তীতে এটির সুর অনেক সহজ করে ফেলা হয়। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এটি গৃহীত হবার পর সকলের গাইবার সুবিধার জন্য সুরটা আরো সরল হয়ে যায়।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চির...