Archive - জ্যান 22, 2009 - বইয়ের পৃষ্ঠা

এই কথাটা ধরে রাখিস...

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বিষ্যুদ, ২২/০১/২০০৯ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে।
যে পথ গেছে পারের পানে,
সে পথে তোর যেতেই হবে।

অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
খুশি হয়ে ঝরের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে।

পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে।
চলার পথে কাঁটা থাকে, দ’লে তোমায় যেতেই হবে।

সুখের আশা আঁকড়ে লয়ে মরিসনে তুই ভয়ে ভয়ে।
জীবনকে তোর ভরে নিতে মরণ-আঘাত খেতেই হবে।

[=12] [কৃতজ্ঞতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর, কথা ...


আমার সারা দেহ খেও গো মাটি

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: বিষ্যুদ, ২২/০১/২০০৯ - ৭:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা ও সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
কন্ঠ: সাবিনা ইয়াসমীন

আমার সারা দেহ খেও গো মাটি
এই চোখ দুটো মাটি খেও না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না।
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না।

ওরে, ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায়
কোনদিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো না গো থাকবো না।

ওরে, এইনা ভুবন ছাড়তে হবে
দু'দিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখ...