কথা ও সুর: আবদুল লতিফ
শিল্পী: সাবিনা ইয়াসমিন
ও আমার এই বাংলা ভাষা
এই আমার দুখ-ভুলানো বুক-জুড়ানো
লক্ষ মনের লক্ষ আশা (নাকি "লক্ষ্য-আশা"?)
এই ভাষাতেই স্বপ্ন দেখি
এই ভাষাতেই লিখন লিখি রে
এই ভাষাতেই মা-কে ডাকি
জানাই প্রাণের ভালোবাসা
এই ভাষাতেই দোয়েল-কোয়েল সবুজ বনের পাখি
হাজার কথার কাকলিতে নিত্য ওঠে ডাকি
এই ভাষাতেই মায়ের মুখে
রূপকথা-গান শুনি সুখে রে
আহা এই ভাষাতেই শিল্পী-কবি
সবা...