গানঃ আমি বাংলায় গান গাই
শিল্পীঃ মাহমুদুজ্জামান বাবু
সুরকার/গীতিকারঃ প্রতুল মুখোপাধ্যায়
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর,
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ,
বাংলা প্রানের সুখ,
আমি একবার দেখি বারবার দেখি
দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় কথা কই,
আমি বাং...
গানঃ তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেবো রে
শিল্পীঃ সমবেত সংগীত (মূল সংগীত- আপেল মাহমুদ)
সুরকারঃ আপেল মাহমুদ
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি
শক্ত করে রে ।
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে।
জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই।।
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার ঠিকানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে
এ তরী ব...
গানঃ ও আমার আট কোটি ফুল
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
ও আমার আট কোটি ফুল দেখো'গো মালী
শক্ত হাতে বাইন্ধো মালী লোহারও জালি।
ও আমার আট কোটি ফুল ।।
ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল
কত মেঘে জল শুকাইছে ফুটাইতে এ ফুল।
ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল
কত চোখের জল শুকাইছে বাঁচাইতে এ ফুল।
(ও) কত রক্ত পানির মত দিছি'গো ঢালি।
ও আমার আট কোটি ফুল দে...
গানটি প্রথমে গেয়েছিলেন স্বপ্না রায় (তথ্যটি স্মৃতিনির্ভর, তাই ভুলও হতে পারে)। এই শিল্পীর গান পরে আর কখনও কোথাও শুনেছি বলে মনে পড়ে না।
আর মূল গানটি অনেক খুঁজেও পাওয়া গেল না কোত্থাও।
কথা: গোবিন্দ হালদার
সুর: আপেল মাহমুদ
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
দুঃসহ বেদনার কণ্টক-পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আম...