ফোরাম, ওয়েবসাইট, ম্যাগাজিন, বই এইগুলি ছাড়া আমাদের যুগ অসহায়। ফটোগ্রাফী বিষয়টির সাথে সংযুক্ত থাকা, নতুন টেকনোলজীর সাথে পরিচিত হওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ। এ অধ্যায়টি বিভিন্ন রকম ফটোগ্রাফী রির্সোস দিয়ে সাহায্য করবে আপনাকে।
ক্যামেরা তাক করে শুধু ছবি তুললেই হয়না। দরকার বিষয়বস্তু নির্বাচন, সঠিক ব্যাকগ্রাউন্ড, ফ্রেইম এবং কোন কিছু "দেখার চোখ"। এখানেই আসলে একজন ফটোগ্রাফার আলাদা হয়ে যান ক্যামরা হাতে যাস্ট আরেকজন থেকে। এই অধ্যায়ে আলোচনা করে সেই শৈল্পিক এলিমেন্ট গুলি।
ছবি তোলার পরও ছবিকে নিঁখুত করতে দরকার হয় সফটওয়্যার। ইদানিং ইমেজ প্রসেসিংকে খুব গুরুত্ব দিয়ে থাকেন ফটোশিকারী। আসল ছবিকে বদলে সুন্দর করার জন্য সফটওয়্যারের ব্যবহার কতটা ন্যায্য সে তর্কে না যাই। এই অধ্যায়ে আলোচিত হবে বিভিন্ন রকম সফটওয়্যার ট্রিকস।
লেন্স প্রফেশনাল ক্যামেরার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ধরনের লেন্স তাদের গুনাগুন এইসব নিয়ে আলোচনা করা হবে এই অধ্যায়ে।
বিভিন্ন প্রস্তুতকর্তা কর্তৃক তৈরী করা বিভিন্ন ক্যামেরা নিয়ে আলোচনা থাকবে এখানে। প্রথমতঃ ক্যানন, নিকন, প্যানাসনিকের ডিএসএলআর নিয়ে আলোচনা করা হবে। তবে আপনি চাইলে আপনার ক্যামেরাটির বর্ণনা জুড়ে দিতে পারেন।
এই চ্যাপ্টারটিতে প্রকাশিত হবে ফটোগ্রাফীতে ব্যবহৃত বিভিন্ন টেকনিক্যাল শব্দমালার ব্যাখ্যা এবং তার অর্থ। প্রথমে বহুল ব্যবহৃত টার্ম গুলো আলোচনা করা হবে। ধীরে ধীরে অন্যান্য বিভিন্ন টার্ম যোগ করা হবে।
ছবি তোলা মানুষের একটা সহজাত প্রকাশ মাধ্যম। ভিডিও মাধ্যমে ছবি, শব্দ সবকিছু ধরে রাখা গেলেও স্থির চিত্রের আবেদন একটুকুও কমেনি। একটা চমৎকার ভাবে তোলা ছবি বলতে পারে পুরো একটা গল্প, ধরে রাখতে পারে অসাধারান একটি মুহুর্ত।
ক্যামেরা এখন মানুষের হাতে হাতে। এখন প্রায় সব মোবাইল ফোনেই থাকে ক্যামেরা। খুব সস্তায় বেশ ভালো ডিজিটাল ক্যামেরাও পাওয়া যায় এখন। মানুষ তাই প্রচুর ছবি তোলে, শেয়ার করে ...