কথা: আজিজুর রহমান
সুর: ধীর আলী মিয়া
শিল্পী: সুবীর নন্দী, ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল, ঝুমা খন্দকার, শারমিন সাথী
পলাশ-ঢাকা কোকিল-ডাকা আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে
ছলছল ছড়িয়ে নিরবধি
রূপালি হাল বইছে নদী
দখিন হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে
ঝরঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে
অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় ...