Archive - ফেব 8, 2009 - বইয়ের পৃষ্ঠা

যদি তোর ডাক শুনে কেউ না আসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ০৮/০২/২০০৯ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত
শিল্পী:

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে

যদি কেউ কথা না কয়
ওরে ওরে ও অভাগা
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় —
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

যদি সবাই ফিরে যায়
ওরে ওরে ও অভাগা
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় —
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চ...


আমরা মিলেছি আজ মায়ের ডাকে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ০৮/০২/২০০৯ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমরা মিলেছি আজ মায়ের ডাকে
শিল্পীঃ অদিতি মহসীন
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা মিলেছি আজ মায়ের ডাকে।
ঘরের হয়ে পরের মতন
ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?

প্রাণের মাঝে থেকে থেকে
আয় ব'লে ঐ ডেকেছে কে,
সেই গভীর স্বরে উদাস করে-
আর কে কারে ধরে রাখে?
আমরা মিলেছি আজ মায়ের ডাকে।

যেথায় থাকি যে যেখানে
বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই প্রাণের টানে টেনে আনে-
সেই প্রাণের বেদন জানে না কে?।
আ...