গানঃ মাগো আমার যে ভাই
শিল্পীঃ নীলুফার ইয়াসমিন
সুর ও কথাঃ খান আতাউর রহমান
মা'গো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য
বাংলা মা'গো প্রদীপ জ্বালো তাহার স্মৃতির জন্য ।।
যদিও বা তাহার শোকে এখন তখন কাঁদি
চোখের জলে গানের ছলে বিদায় রোদন সাধি।
বুকের মাঝে একটি আগুন জ্বলছে সদাই গৌরবে
সে তো মা'গো অমর হলো চিরদিনের জন্য।
মা'গো আমার যে ভাই...
আগামীতে খুলবে যখন তোমার পায়ের বেড়ি
দিকে দিকে শুনবো আ...
রবীন্দ্রসঙ্গীত
সমবেতকণ্ঠে
চলো যাই, চলো যাই, চলো যাই —
চলো পদে পদে সত্যের ছন্দে
চলো দুর্জয় প্রাণের আনন্দে
চলো মুক্তিপথে
চলো বিঘ্নবিপদজয়ী মনোরথে
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন —
স্বপ্নকুহক করো ছিন্ন
থেকো না জড়িত অবরুদ্ধ
জড়তার জর্জর বন্ধে
বলো জয়, বলো জয়, বলো জয় —
মুক্তির জয় বলো ভাই
চলো দুর্গমদূরপথযাত্রী চলো দিবারাত্রি
কর...
গানঃ অপমানে তুমি জ্বলে উঠেছিলে
শিল্পীঃ রফিকুল আলম
সুরকারঃ অজিত রায়
গীতিকারঃ আবু হেনা মোস্তফা কামাল
অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা
সেই থেকে শুরু... ।।
সেই থেকে শুরু দিন বদলের পালা।
নতুন মন্ত্রে ভরেছিলে অঞ্জলি
আর নয় ভীরু ফাল্গুনী পদাবলী ।।
কণ্ঠে তোমার বেজেছিলো গান... কন্ঠে তোমার
কণ্ঠে তোমার বেজেছিলো গান দারুন অগ্নিজ্বালা।
কঠিন ছন্দে বেঁধেছিলে মন্দিরা
গুরু গর্...
গানঃ আবার এসেছে অমর একুশে
শিল্পীঃ সাবিনা ইয়াসিমিন
কথা ও সুরঃ আব্দুল লতিফ
আবার এসেছে অমর একুশে
পলাশ ফোটান দিনে,
এ দিন আমার ভাইয়েরা আমায়
বেঁধেছে রক্ত ঋণে ।।
সে রক্ত ঋণ আমরা তো শুধি নাই
ভুলে গেছি আজ তারা আমাদের ভাই।
যাহারা এনেছে সোনার সুদিন,
রক্ত মূল্যে কিনে ।।
মা'কে আমি আজ মা বলিতে পারি সে শুধু তাদের জন্য
অধীনতা থেকে স্বাধীনতা এনে জীবন করেছে ধন্য।
মুক্তির স্বাদ সে বার পেয়েছি...
গানঃ দুর্গম গিরি কান্তার মরু
শিল্পীঃ সমবেত সঙ্গীত
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!
গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গুরু গর...