অ্যাপাচার লেন্সের সামনের ছিদ্রটাকে বোঝায় যেটা লেন্সের ভিতর দিয়ে যাওয়া আলোর পরিমান নির্ধারন করে। এই ছিদ্রের আকার বাড়ানোর বা কমানোর জন্য আমাদের চোখের মনির মতো এক সারি ওভারল্যাপিং ব্লেড থাকে। অ্যাপারচার এক্সপোজার এবং ডেপথ অফ ফিল্ডের সাথে সর্ম্পকযুক্ত।
শাটারস্পীডের মতো পরপর দুটো অ্যাপাচারের একটা তার আগের অ্যাপাচারের তুলনায় অর্ধেক আলো ঢুকতে দেয়। অর্ধেক আলো ঢুকতে দেবার ব্য...