বাংলাদেশের পুষ্পকোষের পথচলা শুরু হল। ভারতীয় উপমহাদেশে পুষ্পতরুর সংখ্যা সাড়ে চৌদ্দ হাজারের উপরে। বাংলাদেশের পুষ্পতরুর সংখ্যা পাঁচ হাজারের কম নয়। আমার মতে সংখ্যাটি আরো অনেক বড়। কারণ, অনেক উদ্ভিদ আছে যা ফল, ডাঁটা, পাতা বা মূলের জন্য পরিচিত বলে তার ফুলকে অনেক সময় হিসেবে ধরা হয়না। উদাহরণস্বরূপ বলা যায় কুমড়ো ফুল বা ঝিঙ্গে ফুলের কথা। আমাদের এই পুষ্পকোষে আমরা জাত-পাতের বিচার না করেই ...