রাজচম্পা বা রাজচম্পক ফুলের বিজ্ঞানসম্মত নাম Magnolia grandiflora, একে হিমচম্পাও বলা হয়। আমেরিকার দক্ষিণাংশের স্থানীয় ফুল হলেও ভারতীয় উপমহাদেশে অনেক জায়গাতেই দেখা যায়।
ফুল বড়ো আকারের, কাপের আকৃতির, সাদা রঙের, সুগন্ধী, মসৃণ ভেলভেটের মতো পাপড়ি ৮-১২ ইঞ্চি লম্বা। দীর্ঘ উল্লম্ব চিরহরিৎ বৃক্ষ গাঢ় সবুজ বড়োমাপের পাতায় (দশ ইঞ্চি অবধি লম্বা) ছেয়ে থাকে। বসন্তকালে পাতার তলার দিক বাদামি ব...