লেন্সের অপটিক্যাল সেন্টার থেকে ফোকাল পয়েন্ট পর্যন্ত দুরত্ব (মিলিমিটারে) কে ফোকাল লেন্থ বলে। অসীম দুরত্ব থেকে আসা আলো যদি ফিল্ম বা সেন্সরের উপর ঠিকঠাক মতো পড়ে তাহলে ফোকাল পয়েন্টটা ফিল্ম বা সেন্সরের উপর অবস্থিত হয়। এক্ষেত্রে বস্তুটি সঠিক ফোকাসে ("in focus") আছে বলা হয়। ক্যামেরার লেন্স ছবির দৃশ্যের একাংশ ফিল্ম বা সেন্সরের উপর প্রতিস্থাপিত করে। লেন্স থেকে ছবির দৃশ্যের বাইরের দিকের ত্...