ক্যামেরার লাইট মিটারিং সিস্টেম কখনো কখনো ভুল এক্সপোজার মান নির্ধারণ করতে পারে। অথবা আপনি নিজেই এক্সপোজার মানটাকে বদলাতে চাইতে পারেন। এটা কোনো কোনো প্রোজিউমার এবং প্রফেশনাল ক্যামেরায় পাওয়া "ইভি নির্ধারণ" ("EV Compensation") ফিচার ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব। সাধারনত এটা -2.0EV থেকে +2.0EV পর্যন্ত প্রতি ধাপে 0.5 বা 0.3EV করে পরিবর্তন করা যায়। কিছু দামি ক...