গন্ধরাজ ফুলের বিজ্ঞানসম্মত নাম Gardenia jasminoides, একে কেপ জেসমিনও বলা হয়। গার্ডেনিয়া শব্দটির উদ্যানের (গার্ডেন) সাথে মিল থাকলেও এর উৎস অন্যত্র, প্রকৃতিবিদ ড. আলেক্সান্ডার গার্ডেনের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলেশিয়া ও ওশিয়ানিয়ার ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের চিরহরিৎ পুষ্পল গাছ এটি, প্রায় আড়াইশো রকমের প্রজাতি পাওয়া যায়। গাছের দৈর্ঘ্য তিন থে...