Archive - মে 7, 2009 - বইয়ের পৃষ্ঠা

শিখবা নাকি ক্যামেরাবাজী?: উন্মুক্ততা বা এক্সপোজার (Exposure)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ৯:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উন্মুক্ততা হচ্ছে ফীল্ম বা সেন্সর কতটুকু আলো পাচ্ছে তার পরিমান। উন্মুক্ততা নির্ভর করে আপনার লেন্সের পর্দা কতখানি খোলে (অ্যাপারচার) এবং কত দ্রুত আপনার লেন্সের শাটার বন্ধ হয় (শাটারস্পীড)। এই এক্সপোজার আপনার ছবিকে কতখানি প্রভাবিত করবে সেটা নির্ভর করে কত সেনসিটিভিটিতে আপনি ছবি তুলছেন তার উপর।

অ্যাপারচার, শাটার স্প...