ক'বছর আগে 'Crash' অস্কার জেতায় খুব অবাক হয়েছিলাম। বড় বাজেটের অনেক অনেক চলচ্চিত্রের (Brokeback Mountain; Good Night, and Good Luck; Munich; Capote) মাঝে অপ্রত্যাশিত ভাবে এই ছবিটি অস্কার জেতায় অবাক হয়েছিলাম। ধরে নিয়েছিলাম, সেরা ছবি অস্কার না পাওয়ার দৃশ্যই আবার মঞ্চস্থ হলো।
কিছুটা সংকোচ আর দ্বিধার সাথেই ছবিটা যোগাড় করেছিলাম। দেখে উঠবার পর কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম। প্রবাসে বসবাসকারী যে-কাউকে ছুঁয়ে যাওয়ার মতো কাহিনী ছি...