বানিজ্যিক ভাবে উৎপাদিত কার্পাস সুতি সুতা তৈরীর মূল উপাদান।
জাত ভেদে ফুলের রঙ বিভিন্ন হতে পারে, সাধারণত সাদা, হলুদ ও গোলাপি রঙ এর ফুল দেখা যায়। আমাদের দেশে কার্পাস গাছ দুই থেকে আড়াই ফুট লম্বা হয়, কিছু কিছু জাত ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফুল থেকে ফল এবং সেই ফল শুকিয়ে ফেটে গেলে তুলা বের হয়।
নীচের ছবি গুলো সেই ফল শুকিয়ে ফেটে যাবার।
কার্পাস মূলত ভারতীয় উপমহাদেশ থেকেই বিস্তার লা...