দ্যা ডিজিটাল পিকচার ডট কম ওয়েবসাইট আমি আবিষ্কার করেছি অতি সম্প্রতি। এদের সবচেয় আকর্ষনীয় সম্ভার হচ্ছে লেন্স রিভিউ। আপনি যদি প্রফেশনাল ক্যামেরা কিনেই ফেলেন তাহলে প্রায়ই হয়ত আপনাকে নতুন নতুন লেন্স কিনতে হবে। এই ওয়েবসাইটটি সেক্ষেত্রে একটা ভালো রিসোর্স হতে পারে আপনার জন্য।
তাছাড়া ক্যামেরা রিভিউ, ফটোগ্রাফী টিপস, ছবির গ্যালারী এগুলো খুব কাজে লাগতে পারে। রিভিউ ...