চমৎকার এই ফুলের প্রায় ২০ প্রজাতির সন্ধান পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার আদিনিবাস ছেড়ে এখন সারা বিশ্বেই ছড়িয়ে আছে জিনিয়া। একটু বৃষ্টি আর পানি জমে না থাকার উপরই নির্ভর করে জিনিয়ার বিকাশ। এর উজ্জ্বল রঙ প্রজাপতি আকর্ষক, তাই জিনিয়ার বাগানে প্রজাপতির আনাগোনা বেশী।
আমাদের দেশে সাদা, হালকা সবুজ, হলুদ, কমলা, লাল, বেগুনী সহ প্রায় সব রঙের জিনিয়া দেখতে পাওয়া যায়।
জার্মান চিকিৎসক জোহান জিন যি...