আম গাছে ফুল ধরে থোকায় থোকায়। সেই থোকা লম্বায় কয়েক ইঞ্চি থেকে এক/দেড় ফুট হতে পারে। প্রতিটি থোকায় দুই/তিনশ থেকে চার হাজার পরিমান ফুল থাকে। ফুলের ব্যাস ছয় থেকে আট মিমি পর্যন্ত। বড় পাপড়ি থাকে পাঁচটি আর ছোট চারটি।
ফুলের শতকরা পঁচিশ থেকে আটানব্বই ভাগই পুরুষ। ফুল মৌমাছি আকর্ষণ করেনা, সাধারণত বাতাসেই রেনু ছড়ায়। প্রতিটি থোকায় পরাগায়ন এর পরিমান শতকরা দুই থেকে তিন ভাগ। প্রখর রোদ, অতিরিক্...