ধরুণ, আপনি টেলি লেন্স অর্থাৎ বড় ফোকাল লেন্থের লেন্স দিয়ে একটা বস্তুর ছবি ক্লোজ আপ করে তুললেন। ওয়াইড অ্যাঙ্গল লেন্সে সেই একই আকারের ছবি তুলতে আপনাকে বস্তুটির কাছে যেতে হবে, অথবা ক্রপ করতে হবে। প্রাপ্ত ছবিতে বস্তুর আকৃতি দুটো ক্ষেত্রে একই থাকলেও পার্সপেক্টিভের বা পরিপ্রেক্ষিতের ভিন্নতার জন্য ছবির ভিতরের বস্তুগুলোর মধ্যে আপেক্ষিক অবস্থান ভিন্ন হবে। তবে য...