পালিয়ে গ্যালে ডায়েরী পাতায়,
পালিয়ে গ্যালে ড্রইং খাতায়।
পালিয়ে গ্যালে সব কবিতায়,
পালিয়ে গ্যালে অবাস্তবতায়।
শেষ বিকেলের নরম আলোয়
পালিয়ে গ্যালে দূর আকাশে
খুব সকালের শিশির ছোঁয়ায়
পালিয়ে গ্যালে দূর্বাঘাসে
আমার বাবু হবার পর থেকে বাবুর ছবি তোলার ধুম পড়ে গেলো। কিন্তু লক্ষ্য করলাম যে সব ছবিই আসলে মন মত হয় না। এ বিষয়ে ওয়েবে ঘাঁটাঘাটি করে কিছু বিষয় জানা গেলো। বিষয়গুলো আলোচনা করা যাক:
১। বাবুদের মুখভঙ্গী খুব দ্রুত বদলায়। তাদের মুডও খুব বদলায়। সুতরাং প্রচুর ছবি তুলতে হবে। খটাশ খটাশ করে তুলতেই থাকুন। দেখবেন এর মধ্যে একটা চমৎকার মুখভঙ্গী ধরা পড়েছে আপনার ক্যামেরায়।