এখোনও শীর্ষে আছে কক্সবাজার, তারপরেই সুন্দরবন!!

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: বুধ, ৩০/০১/২০০৮ - ২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
তথ্যসূত্র: আমাদেরসময়, রিপোর্ট: মজুমদার বাবু।
বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচন প্রতিযোগিতায় মনোনয়নপ্রাপ্ত ৭৭টি নৈসর্গের মধ্যে এখনও শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিযোগিতায় গতকাল পর্যন্ত প্রাপ্ত ভোটিংয়ের প্রেক্ষিতে করা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন। আর তৃতীয় অবস্থানে আছে গঙ্গা। সর্বশেষ ৭৭তম অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কলকা ক্যানিয়ন।
প্রতিদিন দু’বার করে এ র‌্যাঙ্কিং আপডেট হচ্ছে। দেশের প্রতি অবারিত ভালোবাসাই প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় আমাদের নৈসর্গিক সৌন্দর্য কক্সবাজার ও সুন্দরবনকে এখনও শীর্ষ দুটি অবস্থানে রেখেছে। আর তা ধরে রাখার জন্য আমাদের অব্যাহত ভালোবাসাই একমাত্র অবলম্বন। আসুন আমরা প্রত্যেকেই নিজে ভোট করি এবং পরিচিতজনকে ভোট দিতে উৎসাহিত করি।
শীর্ষস্থান ধরে রাখতে প্রয়োজন আরও বেশি অনলাইন ভোট, আর ভোট দেয়ার জন্য প্রয়োজন একটি ই-মেইল ঠিকানা। ভোট করতে হবে www.new7wonders.com/nature সাইটে গিয়ে। একটি ই-মেইল ঠিকানা থেকে সর্বোচ্চ ৭টি ভোট দেয়া যাবে।


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

আমি নিশ্চিত নই এভাবে পত্রিকার খবর তুলে দেওয়া নিয়ম বহির্ভূত হলো কি না।

সকাল বেলা অফেসে এসে খবরটা পড়েই উজ্জীবন অনূভব করলাম, তাই শেয়ার না করে পারলাম না।

বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

শামীম এর ছবি

আমিও মনে করি এভাবে জয়ের মধ্যে কোন গৌরব নেই।

শুধু ভুয়া ঠিকানা নয়। একজন একাধিক ইমেইল ঠিকানা থেকে ভোট দিলেও সেটা আর ভোট থাকলো না। এরকম ভোট দেয়া আর ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে নিজের ইচ্ছামত সীল দেয়া একাধিক ব্যালট পেপার ফেলার মধ্যে তেমন কোন পার্থক্য দেখি না।

যদি অন্যরাও একই পদ্ধতিতে ভোট দিয়ে শীর্ষে যায়, আর তারপর দেখা যায় সত্য সত্যই এই ফলাফল তাদের পর্যটন শিল্পকে বাড়িয়ে দিচ্ছে তাহলে আফসোস হবে। তাই একটু দ্বন্দ্বে আছি ... আদর্শ/নীতি আগে নাকি দেশ আগে। মাত্র একবারই ভোট দিয়েছি।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

বিষয়টি নিয়ে আমিও দ্বিধায় আছি। যদিও আমি ব্যক্তিগতভাবে তিনটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করি এবং তার সবগুলো দিয়ে ভোট দিয়েছি, কিন্তু আরো ই-মেইল অ্যাড্রেস খুলে ভোট দিবো কি-না ভাবছি।

সচলায়তনে এই বিষয়টির ওপর একটি স্টিকি করা দরকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

লুৎফুল আরেফীন এর ছবি

প্রশ্নটা যে আমার মাথায় আসেনি সেটা নয়, আমি এখনও পর্যন্ত ১টা এড্রেস ব্যবহারে সীমিত আছি। কারণ ঐরকমের কিছুই।

তবে এটা খুব কঠিন সিদ্ধান্ত নয় কতোগুলো কারণে,
১. জীবনে আমরা নীতিগত মান বজায় রেখে ঠিক কতোগুলো কাজ করেছি।

২. এই কাজগুলোর কতোগুলো দেশের জন্য করা হয়েছিল?

৩. আমরা জীবনে যতোবার নীতিচ্যুত হয়েছি (যদি হয়ে থাকি!) ; প্রতিবারই কি নিজের ছাড়া আর কোনও বৃহত্তর স্বার্থের কথা ভেবে হয়েছি?

-- এই প্রশন্গুলোর উত্তর পেতে পেতেই দেখলাম, দেশের জন্য এই নীতি বিবর্জনটুকু একটু হালকাভাবে হয়তো আমরা নিতে পারি।

আপনাদের মতামত জানাবেন, আমি নিজেরটা জানালাম।

বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

হিমু এর ছবি

মেইলিনেটরের ঠিকানাটা ভোটের ওয়েবসাইটে কোনভাবে তুলে দেয়া গেলে আরো ভালো হতো। তখন ফেয়ার কম্পিটিশনের ক্ষেত্র তৈরি হতো ;)।


হাঁটুপানির জলদস্যু

লুৎফুল আরেফীন এর ছবি

কথা ঠিক।

বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

লুৎফুল আরেফীন এর ছবি

wow! কিছু ছবি তো অসাধারন!!

বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

অতিথি লেখক এর ছবি

নাহ্‌! পুরা ব্যপারটাই আমার কাছে কেমন যেন ঠেকছে। কক্সবাজার, সুন্দরবন প্রথমে। কিন্তু গঙ্গা তৃতীয়তে কেন? আমার তো মনে হচ্ছে আমরা বাংগালিরাই খালি পাগলের মতো ভোট দিচ্ছি।

রায়হান আবীর

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।