সব ডিজিটাল টেলিফোনে ডায়াল-আপ ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: শুক্র, ২৫/০৪/২০০৮ - ৫:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সূত্র:
মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংযোগ ফি ছাড়াই দেশের প্রায় আট লাখ ডিজিটাল টেলিফোনে ডায়াল-আপ ইন্টারন্টে সংযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বেসরকারি টেলিফোন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগীতার মুখে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধাপ্রদানসহ কলরেটও কমানো হচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্ত ডিজিটাল টেলিফোনে ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এ জন্য গ্রাহকদের কোনও সংযোগ ফি দিতে হবে না।"

মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানান, ডায়াল-আপ ইন্টারনেট সংযোগের জন্য গ্রাহকদের কোনও ফি দিতে হবে না। স্থানীয় এক্সচেঞ্জে আবেদন করতে হবে। টেলিফোন লাইনের মালিকানা যাচাইয়ের পর গ্রাহককে একটি গোপন নম্বর দেওয়া হবে এক্সচেঞ্জ থেকে। ওই গোপন নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। গ্রাহককে কেবলমাত্র ইন্টারনেট ব্যবহারের ফি দিতে হবে।

বর্তমানে বিটিটিবির ডায়াল-আপ ইন্টারনেট সংযোগের জন্য ফি হচ্ছে ৩০০ টাকা। প্রথম মাসে ৮০০ মিনিট কোন ধরনের ফি ছাড়াই ব্রাউজ করা যায়। পিক আওয়ারে প্রতিমিনিট ৪০ পয়সা এবং অফ পিক আওয়ারে ২০ পয়সা। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পিক আওয়ার হিসাব করা হয়। আর অনির্দিষ্ট ব্যবহারের জন্য সংযোগ ফি ৩০০ টাকা। মাসে ফি ১০০০ টাকা। ইন্টারনেটের বিলের হার আরও কমানো হবে। এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। বর্তমানে বিটিটিবির ডায়াল আপ ইন্টারনেট গ্রাহক সংখ্যা ২০ হাজারের বেশি।

এছাড়া রাজধানীতে বিটিটিবির ২০ হাজার লাইনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়। দ্রুত এ প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ বিভাগে পাঠানো হবে। একই লাইনে গ্রাহক টেলিফোন ও ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবে। এ জন্য বিটিটিবির ডিজিটাল এক্সচেঞ্জে কিছু যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এসিমেট্রিক ডিজিটাল সাবসক্রাইবার লাইন (এডিএসএল) প্রযুক্তির মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। এজন্য গ্রাহককে মডেম ব্যবহার করতে হবে। এর দাম পড়বে ৪/৫ হাজার টাকা।

কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সারাদেশেই ব্র্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। বর্তমানে কেবল ডায়ালাআপ ইন্টারনেট সংযোগ দিচ্ছে বিটিটিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৬৪৭ ঘ.

বিডিনিউজে একাউন্ট ছাড়া নিউজ পড়তে সমস্যা। তাই পুরো খবরটাই তুলে দিলাম। যাদের একাউন্ট নেই তারা চট করে খবরটা জেনে নিতে পারবেন


মন্তব্য

হিমু এর ছবি

কুলাতে পারবে?


হাঁটুপানির জলদস্যু

লুৎফুল আরেফীন এর ছবি

চিন্তাটা আমার মাথায়ও আসছিলো। দেখা যাক। প্রতিযোগিতার মনোভাব নিয়ে নামছে। ব্যাবস্থা তো করাই লাগবে।

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সুমন চৌধুরী এর ছবি

স্পিডের অবস্থা কল্পনা করতে ভয় পাচ্ছি। তবে নিয়তটাকে স্বাগত জানাচ্ছি।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

পরিবর্তনশীল এর ছবি

খাইছে!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবজান্তা এর ছবি

প্রতি সেকেন্ডে পাঁচ কিলোবাইটের লাইন সরকার দিলেই কি আর পাড়ার মোড়ের আই এস পি দিলেই কি ?

পাড়ার আই এস পি তে তাও, অভিযোগ করলে কাজ হয়, এখানে কত দিন লাগবে কে জানে।

আর এত দিন শুধু টেলিফোনের তার চুরি করত হিরোঞ্চিরা, এইবার সেই দলে আই এস পি ওয়ালারাও যোগ দিবে।
------------------------------
অলমিতি বিস্তারেণ

বিপ্লব রহমান এর ছবি

ওই ঘোড়ার ডিম একটি আমার বাসায় আছে।

এটি অনেকটা পাতাবাহারের মতো--ফুল নেই, ফলও নেই; শুধুই শোভা!

কখনো লাইন পাই, আবার কখনো একেবারেই পাই না। আর কী যে তার নেট-স্পিড! সে কথা বলবো? না থাক! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহ্ !
সে কথা আর বলতে !
ওই ঘোড়ার ডিম আমিও খেয়েছি কিছুদিন।
নেটের স্পিড দেখলে গায়ে রীতিমত জ্বর আসতো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আরিফ জেবতিক এর ছবি

বিপ্লব রহমান এবং সুলতানা পারভীন শিমুলের অবমাননাকর কথার তীব্র প্রতিবাদ ।

আমি উহা ব্যবহার করেছি ।খুবই ভালো । একটা পাতা ওপেন করতে দিয়ে গোসল করতে গেছি , গোসল করে এসে ভাতটাত খেয়ে আম্মার সাথে সাংসারিক আড্ডা মেরে ফিরে এসে দেখেছি যে পাতা প্রায় ওপেন হয় হয় ভাব ।

এই যে পেজ ওপেন করার ফাকে এতোগুলো কাজ করে ফেললাম , এটার গুরুত্ব দিবেন না ?

আরিফ জেবতিক এর ছবি

ঐ সাইটটার লিংকটা একটু দিন । দেখি কার বাসায় কতো বকেয়া আছে ।

অতন্দ্র প্রহরী এর ছবি

উদ্যোগের জন্য সাধুবাদ। কিন্তু কতটা ফলপ্রসু হবে তা সময়েই বলে দেবে।

ক্যামেলিয়া আলম এর ছবি

আমি তো ভবিষ্যতের স্বপ্ন দেখছি-------- সবে তো ডায়ালাপ দিয়ে শুরু-------আর দশ পনের বছরে নিশ্চয়ই ইওরোপীয়ানদের মত সূযোগ পাওয়া সম্ভব -------- উদ্যোগটা ফাটাফাটি----- আপনার তথ্যসূত্রের জন্যও ধন্যবাদ।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

বিপ্রতীপ এর ছবি

হুম...ইতিবাচক খবর অবশ্যই...তবে হালে কতোটা পানি পায় দেখার বিষয়...

অনিন্দিতা এর ছবি

আশা করতে তো দোষ নাই।

দ্রোহী এর ছবি

বিটিটিবি দিবে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন???????? হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা ।

হাসতে হাসতে পেট ফেটে গেল আমার। আমারে কেউ ধরেন।


কি মাঝি? ডরাইলা?

হিমু এর ছবি

আমার বিশ্বাস, বিটিটিবি বেশ ভালো স্পিডের ব্রডব্যান্ড সার্ভিস দিতে পারবে, কিন্তু কারেন্ট থাকবে না বলে সেটা কেউ ব্যবহার করতে পারবে না।


হাঁটুপানির জলদস্যু

লুৎফুল আরেফীন এর ছবি

হিমুর কথাটাই ঠিক বলে মনে হচ্ছে দেঁতো হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।