বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য ও প্রতিষ্ঠানের তালিকা

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: বুধ, ১৫/০২/২০১২ - ২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এই পোস্টের উদ্দেশ্য সাধারণ মানুষকে বাংলাদেশে যেসব ভারতীয় প্রতিষ্ঠানের পণ্য কিংবা ভারতীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হয় সে সম্পর্কে ধারণা দেওয়া, এসব পণ্য বা প্রতিষ্ঠান এড়িয়ে চলে কিংবা ব্যবহার না করে বাংলাদেশের অর্থনীতিকে ভারতীয় বানিজ্যিক আগ্রাসন থেকে মুক্ত করার এবং স্বদেশী পণ্য ব্যবহার করে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করার পেছনে ভূমিকা রাখা যায়| কোনো ধরনের ধর্মীয় কিংবা ভারত বিদ্বেষ ছড়ানো এই পোস্টের উদ্দেশ্য নয়, তাই সুযোগসন্ধানীরা ছাগুরাম সুলভ দুরে থাকুন|]

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বেশ কিছু ভারতীয় পন্যের কিংবা প্রতিষ্ঠানের অত্যাধিক ব্যবহার দেশের অর্থনীতিকে পেছনে ঠেলে দিচ্ছে, শুধু তাই নয়, একই মানসম্মত বাংলাদেশী পণ্য এবং প্রতিষ্ঠানগুলো বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাই বাংলাদেশী পন্যের চাহিদা খোদ বাংলাদেশেই কমে যাচ্ছে, কিন্তু এই ধরনের পণ্য পৃথিবীর অনেক দেশে রপ্তানী হচ্ছে দেদারসে| এর মাঝে পার্শ্ববর্তী দেশ ভারতের সুবিশাল অর্থনীতির চাপে পড়ে দেশীয় বাজার হুমকির সম্মুখীন, তাই স্বদেশী পণ্য ব্যবহার করে আমাদের দেশ, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়োজন| যেহেতু বাংলাদেশের বাজারে ভারতীয় পন্যের চাপ বেশি তাই কিছু শীর্ষস্থানীয় পণ্য এবং প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো, তবে শুধু ভারত নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের সবাইকে স্বদেশী পণ্য ব্যবহার ও বিদেশী পণ্য এড়িয়ে চলার প্রতি মনোযোগ দিতে হবে| যেসব বিদেশী পণ্য ও প্রতিষ্ঠানের বিপরীতে দেশীয় পণ্য ও প্রতিষ্ঠান সহজলভ্য সেসব ক্ষেত্রে অতি অবশ্যই দেশীয় পণ্য ও প্রতিষ্ঠানের ব্যবহার করা এবং অপরকেও উত্সাহ দেওয়া প্রয়োজন|

বাংলাদেশের বাজারে শক্তিশালী কিছু ভারতীয় পণ্য ও প্রতিষ্ঠানের তালিকা -

প্রতিষ্ঠান -

১. কিংফিশার
২. আইসিআইসিআই ব্যাঙ্ক
৩. এয়ারটেল
৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
৫. এইচডিএফসি ব্যাঙ্ক
৬. এয়ার ইন্ডিয়া
৭. জেট এয়ারওয়েজ

প্রসাধনী -

১. লেকমে
২. হিমালয়া
৩. বোরোলীন

অটোমোবাইল -

১. বাজাজ
২. টাটা
৩. মাহিন্দ্রা
৪. হিরো
৫. মারুতী

জীবন-যাপন -

১. টাইটান
২. এপোলো গ্রুপ
৩. তাজ গ্রুপ
৪. গোদরেজ সামগ্রী
৫. সিনথল
৬. ভিআইপি
৭. প্যারাসুট (মারিকো গ্রুপ)

খাবার -

১. কিসান
২. বারিস্তা
৩. কোয়ালিটি
৪. মাদার ডেইরি
৪. ব্রিটানিয়া
৫. ডাবর
৬. আমুল

[উপরোক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক পণ্য জীবন-যাপনের নানা ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তাই একাধিক পণ্য উত্পাদনকারী কিছু প্রতিষ্ঠানের নাম সরাসরি দেওয়া হলো, আলাদা আলাদা ভাবে পণ্যগুলোর নাম উল্লেখ না করে|]

এছাড়াও ভারতীয় বিভিন্ন ক্ষুদ্র কিংবা ব্যক্তিগত পণ্য ও প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে, বিশেষ করে পোশাক এবং কুটির-শিল্পসামগ্রী ইত্যাদি| এসব পণ্য ও প্রতিষ্ঠানের নাম জানা থাকলে যোগ করতে পারেন এই তালিকার সাথে| এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর জন্য ভারতীয় পণ্য ব্যবহার হ্রাস করতে হবে ( পিঁয়াজ, মাংস ইত্যাদি)।

এসব পণ্য ও প্রতিষ্ঠানের বিপরীতে বাংলাদেশের কিছু আন্তর্জাতিক মানের সামগ্রী উত্পাদনকারী সংস্থা ও প্রতিষ্ঠান -

১. প্রাণ
২. কেয়া
৩. জিএমজি এয়ারলাইনস
৪. ইউনাইটেড এয়ারলাইনস
৫. রিজেন্ট এয়ারলাইনস
৬. বেক্সিমকো
৭. নাভানা
৮. স্কয়ার
৯. গ্রামীন
১০. রহিম-আফরোজ
১১. আড়ং
১২. একমে
১৩. ইনসেপটা
১৪. প্রাইড
১৫. ওয়ালটন

প্রভৃতি উল্লেখযোগ্য।

বর্তমানে পোশাক, খাবার, ওষুধ, কুটিরশিল্প ইত্যাদি সামগ্রী আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম|বিশেষ করে পোশাক ও ওষুধ রপ্তানিতে অনেকদিন ধরেই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বেশ ভালো অবস্থানে আছে| তাই দেশীয় এসব পণ্য নিঃসন্দেহে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং এর সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর অন্যান্য দ্রব্যাদিও মানসম্পন্ন এই আশা করা যায়| তাই ভারতীয় কিংবা অন্যান্য দেশের তৈরী সামগ্রীর পরিবর্তে দেশীয় প্রতিষ্ঠানগুলোর তৈরী সামগ্রী ক্রয় করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে নিঃসন্দেহে।

দেশকে সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার দায়িত্ব সকল নাগরিকের, এর জন্য প্রয়োজন একটু সচেতনতা| তাই বাজারে সামগ্রী ক্রয়ের সময় দয়া করে সামগ্রী অথবা প্যাকেটের গায়ে উল্লেখিত লেখাগুলো পড়ে দেখে নিন সেটি কোন দেশের তৈরী, যদি সেই সামগ্রী বাইরের দেশের প্রতিষ্ঠানের তৈরী হয় এবং আপনার কাছে দেশীয় প্রতিষ্ঠানের তৈরী একই সামগ্রী কেনার সুযোগ থাকে তাহলে স্বদেশী সামগ্রী কিনে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুন|

পরিবর্তন একদিনে আসেনা, পরিবর্তনের জন্য বিশাল আয়োজনেরও প্রয়োজন পড়ে না, নিজ নিজ জায়গায় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপগুলিই পারবে এক বড় পরিবর্তনের সূচনা করতে|


মন্তব্য

অরফিয়াস এর ছবি

পোস্টে বলেছি, যেসব পণ্য ও সেবাতে আপনার দেশীয় সুযোগ আছে সেখানে অতি অবশ্যই স্বদেশী ব্যবহার করতে| সকল জিনিস একসাথে একইদিনে বর্জন করার মতো বাজার আমাদের নেই, কিন্তু ধাপে ধাপে নির্ভরতা কমিয়ে আনতে হবে যার জন্য এখনি পদক্ষেপ প্রয়োজন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

চরম উদাস এর ছবি

চলুক

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ভারত থেকে শুধু ফিনিশ্‌ড গুডসই আসে না প্রচুর ইন্টারমিডিয়েট গুডসও আসে। এই ইন্টারমিডিয়েট গুডসে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন প্রায়ই খুব নামে মাত্র হয়। অর্থাৎ, শুধু মোড়কে ঢাকা, রঙ করা, ব্রান্ড লাগানো এমন অগুরুত্বপূর্ণ পর্যায়ের মূল্য সংযোজন হয়। এই সব পণ্য আপাতদৃষ্টিতে দেশীয় বলে মনে হলেও এগুলো আসলে ভারতীয় পণ্য। আমার জানামতে নাভানা, রহিম-আফরোজদের বেশ কিছু পণ্য এই জাতীয়। এছাড়া আন্তর্জাতিক কিছু ব্রান্ডের পণ্যও আসলে বাংলাদেশে তৈরি না হয়ে ভারত থেকে আমদানী হয়ে এখানে লেবেল মেরে বিক্রি করা হয়। যেমন, ফিলিপ্‌স, স্যামসাঙ, এল জি ব্রান্ডের পণ্য।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অরফিয়াস এর ছবি

মধ্যবর্তী পণ্য বা কাঁচামাল যেগুলো আসে তার সুনির্দিষ্ট তালিকা ব্যবসায়ী সমিতির কাছে থাকবে, তবে আমার কাছে যে তালিকা আছে তাতে সরাসরি কাঁচামালের নাম উল্লেখ করে কিংবা ব্যবহারের ক্ষেত্র উল্লেখ করে তালিকা করা হয়েছে, সেভাবে এখানে দিলে বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক, তাই যেগুলো সরাসরি বোঝা সম্ভব সেগুলোই উল্লেখ করা হয়েছে|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তাপস শর্মা এর ছবি
অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ফাহিম হাসান এর ছবি
কায়সার এর ছবি

চলুক চলুক

অরফিয়াস এর ছবি

ব্যানার করার জন্য ধন্যবাদ, কিন্তু "আইএফ আইসি" ব্যাঙ্ক বাংলাদেশের ব্যক্তিগত খাতের একটি ব্যাঙ্ক, এটি ভারতীয় বিনিয়োগ নয়, দয়া করে এটি ঠিক করুন, এখানে "আইসিআইসিআই" ব্যাঙ্কের নাম হবে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আবছায়া এর ছবি


ফাহিম ভাইএর ছবিটা ঠিক করে দিলাম।। হাসি

ফাহিম হাসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ আবছায়া ভাই। কৃতজ্ঞতা রইল।

অরফিয়াস এর ছবি

আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ফাহিম হাসান এর ছবি

@অরফিয়াস ভাই, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। ছবিটা সরিয়ে নিলাম। আবছায়া ঠিক করে দিয়েছে

অরফিয়াস এর ছবি

আররে দুঃখিত হবার কিছু নেই ফাহিম ভাই, ভুল হতেই পারে, আর নামটাও প্রায় এক রকম হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

shafi.m এর ছবি

IFIC Bank এর লোগো সহ ব্যানারটা মনে হয় সরেনি।

শাফি।

শিমুল খান এর ছবি

পেয়াজ, রসুন, আদা, মরিচ, গরু, মটরসাইকেল, বাইসাইকেল, রেডিও, মোবাইল ফোন, বই, সিনেমা ইত্যাদি বাদ গেছে। আমি বাংলাদেশীদের আমন্ত্রণ জানাই, আপনারা দয়া করে এইসব ভারতীয় জিনিস আর ব্যবহার করবেন না। এসব জিনিস নিজে নিজে উৎপাদন করুন।

মোখলেছুর রহমান সজল এর ছবি

প্রতি বছর পেয়াজ, রসুন, আদা, মরিচ কিংবা আলু দেশীয় কৃষিখাতে যে পরিমাণে উৎপাদিত হয়, তা সামগ্রিক ভাবে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে ব্যর্থ হয়। হয়ত দেশীয় চাহিদা পূরণের সমপরিমাণ পণ্য উৎপাদন সম্ভব।

তবে কিছু কথা থেকে যায় ------

আমাদের দেশের কৃষকেরা প্রায় সময়ই নায্য মূল্য পান না। বীজতলা থেকে শুরু করে উৎপাদিত পণ্য বিক্রয় উপযোগী করে বিক্রি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তা প্রায় সময়ই উঠে আসেনা। অন্যদিকে এই সব পণ্য তৈরীতে ন্যূনতম ৩-৪ মাসের খাটুনি থাকে। তাই গ্রামের কৃষকের মুনাফা তৈরীর বদলে অধিকাংশ সময়ই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন। এছাড়াও গ্রামের কাঁচা বাজার নিয়ন্ত্রন করেন কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। এর ফলে অনেকেই কৃষি থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছেন। এছাড়াও কৃষিখাতে উচ্চ হারে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ যেমনঃ বীজ, পানি, সার, রাসায়নিক কীটনাশক ও বিদ্যুৎ সহ অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসপত্র সময় ও চাহিদা অনুযায়ী নায্য মূল্যে পাওয়া যায় না, যা প্রতি বছরই পত্রিকার শিরোনামে ঠায় পায়। (অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয়, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট, দূর্নীতি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সর্বোপরি পণ্যের উর্ধ্বগতিও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যদিও পণ্যের উর্ধ্বগতির রুদ্ধশ্বাসে মানুষের হেয় অবস্থা তবুও এর সুবিধা কৃষি পণ্য উৎপাদনকারী কৃষকেরা পান না, হাত ফসকে চলে যায়___)

এছাড়াও প্রতিবছর কোরবানি ঈদে বাংলাদেশে যে পরিমাণ গরুর প্রয়োজন পড়ে সেই চাহিদা দেশীয় ভাবে পূরণ সম্ভব নয়।

তবে যেসব পণ্যে একই মানের এবং সেখানে যদি দেশীয়-টি ব্যবহার/ক্রয় করার সুযোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই তা করা উচিৎ।

সহমতঃ

পরিবর্তন একদিনে আসেনা, পরিবর্তনের জন্য বিশাল আয়োজনেও প্রয়োজন পড়ে না, নিজ নিজ জায়গায় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলিই পারবে এক বড় পরিবর্তনের সূচনা করতে।

চলুক

অরফিয়াস এর ছবি

কৃষিখাতের পণ্য উত্পাদন ও বিপননের ক্ষেত্রে মোটামুটি সব সরকারের উদ্যোগ ব্যর্থ হয়েছে মধ্যবর্তী চক্রের জন্য, যে জিনিসগুলো যথেষ্ঠ উত্পাদন হচ্ছে ও দেশের চাহিদার বড় অংশ পূরণে সক্ষম সেগুলোও গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরী করা হচ্ছে, এছাড়াও দেশের জিনিস বাইরে রপ্তানী করে মোটা লাভের আশায় অনেকেই দেশে পণ্য বিক্রি করতে আগ্রহী নন| এগুলো পরিবর্তন করতে হবে ব্যক্তি বিশেষের জায়গা থেকে|

তবে সাধারণ মানুষ যে সেবা ও পন্যের সাথে সরাসরি জড়িত সেগুলো হয়তো একটু চেষ্টা করলেই এড়ানো সম্ভব|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

এগুলো বাদ যায়নি, লেখাটা ভালো করে পড়ে দেখুন।

পেয়াজ, রসুন, আদা, মরিচ, গরু

এগুলো কাঁচা-বাজারের অন্তর্ভুক্ত জিনিস যার উল্লেখ শেষে করা হয়েছে|

মটরসাইকেল, বাইসাইকেল, রেডিও

এগুলোর উল্লেখ আগেই করা হয়েছে|

মোবাইল ফোন

স্পাইস, কার্বন ইত্যাদি ভারতীয় মোবাইল ফোনের ব্র্যান্ড। যেগুলো আমাদের দেশে খুব একটা চলেনা।

বই, সিনেমা

এগুলো বিনোদন ক্ষেত্রের আওতাভুক্ত, এগুলো সরাসরি বন্ধ করা সম্ভব নয়, এবং সমর্থন করছিনা, সাহিত্য কোনো গন্ডিবদ্ধ উপকরণ নয় বলে বিশ্বাস করি|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আবছায়া এর ছবি

মাইক্রোম্যাক্স সম্ভবত ভারতীয়(কেউ কি নিশ্চিত করতে পারবেন?), আমাদের দেশে ভালই চলে।।

অরফিয়াস এর ছবি

হ্যাঁ, এটি ভারতের হারিয়ানা রাজ্যের অন্তর্গত যোগাযোগ সংস্থা।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মেঘরং_ এর ছবি

সাহিত্য কোনো গন্ডিবদ্ধ উপকরণ নয় বলে বিশ্বাস করি|

চলুক

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

dhroobo এর ছবি

খুব ভালো লাগলো পোস্ট টা। বাংলাদেশী হ্যাকারদের জানায় স্যালুট ও পূর্ণ সমর্থন। ইন্ডিয়ান চ্যানেল গুলো আগে বন্ধ হওয়া দরকার, তাহলে ওদের পণ্য গুলোর আগ্রাসন অনেকখানি কমে যাবে।

অরফিয়াস এর ছবি

কার্যক্রমে সমর্থনের জন্য ধন্যবাদ|

তবে এই পোস্ট ও কার্যক্রম বাংলাদেশের হ্যাকারদের প্রতি কোনো ধরনের সমর্থন প্রদর্শন করেনা এবং তাদের সাথে কোনভাবেই সম্পৃক্ত নয়|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

দ্যা রিডার এর ছবি

চলুক আইসিআইসিআই ব্যাংক নাকি আইএফআইসি ব্যাংক ? লেখায় আছে আইসিআইসিআই ব্যাংক, আর লোগোতে আইএফআইসি ব্যাংক । ঠিক করে দিন ।

অরফিয়াস এর ছবি

আইএফআইসি ব্যাঙ্ক বাংলাদেশের ব্যক্তিগত খাতের ব্যাঙ্ক, এটি আমাদের নিজস্ব।

আইসিআইসিআই, ভারতীয় বিনিয়োগ, যিনি ব্যানার বানিয়েছেন তাকে ঠিক করে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আশরাফ এর ছবি

ধন্যবাদ উদ্যোগ নেয়ার জন্য। কিন্তু এভাবে মনে হয় পূর্ণাংগ তালিকা তৈরী করা সম্ভব হবেনা। ভারতীয় পণ্যের ক্যান্সার এডভান্সড স্টেজে কোষে কোষে ছড়িয়ে পড়েছে। ভাল হয় কেউ যদি 'ইন্ডিয়ান গুডস এন্ড সার্ভিসেস কন্সিউমড ইন বাংলাদেশ' টাইপের একটা উইকিপেজ খুলেন। যার কাছে যা তথ্য আছে তা দিয়ে আমরা পেজটাকে সমৃদ্ধ করলাম।

অরফিয়াস এর ছবি

আপাতত যতটুক করা যাচ্ছে করছি, সব একদিনে সম্ভব নয় আগেই বলেছি, উল্লেখিত পণ্য ও প্রতিষ্ঠান গুলি এড়িয়ে চলুন যথেষ্ট কাজে দিবে, পেইজ খোলার চিন্তায় সাধুবাদ জানাই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আজহার এর ছবি

আমি উল্লিখিত ভারতীয় পন্যের তালিকার একটাও কোনদিন ব্যবহার করিনি, আশা করছি করবো না। তার মানে আমি সারা বছর সব সময় ভারত বনধ করি। তবে মাঝে মাঝে হিন্দী সিনেমা দেখি।

অরফিয়াস এর ছবি

ভালো, চালিয়ে যান

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ধ্রুব এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সৌরভ কবীর  এর ছবি

খুব সময়োপযোগী লেখা।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আবছায়া এর ছবি

কিসান এর বানান কি Kiswan?? এইটা কি খাদ্য মানে বিস্কিট ইত্যাদি তৈরি করে??

অরফিয়াস এর ছবি

"kissan" খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান| এর জ্যাম, জেলি, আচার, কেচাপ ইত্যাদি পাওয়া যায়।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আশরাফ এর ছবি

আমি যতটুকু জানি Kishwan বনফুল এর কেক-বিস্কুটের অন্যতম একটি ব্র্যান্ড। বনফুল এর কোন ভারতীয় স্টকহোল্ডার নেই এটা মোটামোটি সিওর। লেখকের কাছ থেকে তথ্যসূত্র জানতে চাই।

অরফিয়াস এর ছবি

"kissan" খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান| এর জ্যাম, জেলি, আচার, কেচাপ ইত্যাদি পাওয়া যায়।

উপরে দেখে নিন, এটি বনফুলের সাথে সম্পৃক্ত নয়। এটি Kishwan নয়।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আবছায়া এর ছবি

ধন্যবাদ।। হাসি

আবছায়া এর ছবি

ধন্যবাদ, আশরাফ ভাই ও অরফিয়াস ভাই।। হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

একটি সরল স্বীকারোক্তি : গরুর মাংস, পিয়াজ,আদা বা মশলা জাতীয় পণ্য ব্যবহার করতেই হয়। অন্যান্য অনেক পণ্যই আমার কাছে অপ্রয়োজনীয় বিধায় ব্যবহারের প্রশ্নই আসেনা। মাঝেমধ্যে ভারতীয় সিনেমা ও টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখা হয়।

অরফিয়াস এর ছবি

আপনার মন্ত্যবের জবাব কোনো সমস্যার কারণে একদম প্রথমে ছাপা হয়েছে হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কাজি মামুন (অতিথি লেখক) এর ছবি

অরফিয়াস ভাই,

এগুলো বিনোদন ক্ষেত্রের আওতাভুক্ত, এগুলো সরাসরি বন্ধ করা সম্ভব নয়, এবং সমর্থন করছিনা, সাহিত্য কোনো গন্ডিবদ্ধ উপকরণ নয় বলে বিশ্বাস করি|

আপনার এ কথাটা বুঝতে পারছি না। বিনোদন ক্ষেত্র হলেই বন্ধের আওতামুক্ত হয়ে যাবে? ভারতের চলচ্চিত্র, বই বা টিভি চ্যানেল বাংলাদেশের বাজার দখল করেনি? ব্যাপকভাবে জাঁকিয়ে বসেনি? এতে কি বাংলাদেশের চলচ্চিত্র, বই বা টিভি চ্যানেল ক্ষতির সন্মুখিন হচ্ছে না? সুতরাং, আপনার এই ছাড় আন্দোলনটিকে দুর্বল করতে পারে, কারণ তা অনেককে ভুল বার্তা দিতে পারে। অনেকে মনে করতে পারে, আপনি ভারতীয় বই বা টিভি-সিনেমা প্রেমীদের শিল্ড দিচ্ছেন!
আর তাছাড়া স্বদেশী পণ্য কিনে দেশী অর্থনীতিতে অবদান রাখাই যদি উদ্দেশ্য হয় এ আন্দোলনের, তাহলে উচিত ছিল অন্যান্য বিদেশী প্রডাক্টের লিস্ট দেয়া, যার সমমানের পণ্য বাংলাদেশেই পাওয়া যায়! এর ফলে আন্দোলনটি আরও বেগবান হত বলে মনে হয়! ভাল থাকবেন!

অরফিয়াস এর ছবি

এগুলো বিনোদন ক্ষেত্রের আওতাভুক্ত, এগুলো সরাসরি বন্ধ করা সম্ভব নয়, এবং সমর্থন করছিনা, সাহিত্য কোনো গন্ডিবদ্ধ উপকরণ নয় বলে বিশ্বাস করি|

এই কথার মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি, আমি এখনো মনে করি সাহিত্য গন্ডিবদ্ধ উপকরণ নয়| আর তার মানে এই নয় যে, বস্তা পচা যেকোনো জিনিসের জন্যই আমাদের দেশে বাজার খুলে দিতে হবে, কিন্তু যদি বই এর কথা বলেন, তাহলে বলবো, ভালো সাহিত্যমান সম্পন্ন বই কখনো পণ্যমান দিয়ে তো বিচার করা সম্ভব নয় তাইনা?? তাহলে তো আমাদের অনেক বিখ্যাত সাহিত্যও বর্জন করতে হবে, সে ক্ষেত্রে ক্ষতি সাহিত্যমনা মানুষের অন্যের নয়|

আর এছাড়া এই দুটো মাধ্যম, বর্তমান যুগে বন্ধ করা সরাসরি সম্ভবও নয়, ইন্টারনেট থেকে ইবুক অথবা লাইভ স্ট্রিমিং দেখা সম্ভব, শুধু তাই নয়, ইউটিউব এ এমন কিছু নেই যা পাবেননা| তাই কেউ যদি দেখতে চায় তাহলে আটকানো নিয়ে সন্দেহ থাকছে| আর তার থেকেও বড় কথা আমি ভারতীয় বস্তাপচা নাটক, সিনেমা বা বই এর কথা বলছিনা, আমি বলছি মানসম্পন্ন সাহিত্যের কথা| এই দুটো আলাদা, একটু গভীরে চিন্তা করে দেখুন, নিজেই বুঝে যাবেন|

আর ভালো করে দেখুন, আমি ভারতীয় চ্যানেল নিয়ে কিছু বলছিনা, আমি বলেছি বই এবং সিনেমা নিয়ে, এই দুটোই সাহিত্য চর্চার অবিচ্ছেদ্য অঙ্গ, যদি বস্তাপচা জিনিসের কাতারে কিংবা পণ্যমানের বিচারে এগুলো ফেলতে চান তাহলে সমস্যা| হ্যাঁ, তবে অবশ্যই, দরকার ছাড়াই যেভাবে দেশে ভারতীয় বানিজ্যিক সিনেমা আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে সেটা সমর্থন করছিনা, এবং একই সাথে বাংলাদেশের বাজারে সব ভারতীয় লেখক এর বই পাওয়া যাচ্ছে দেদারসে এটাও সমর্থনযোগ্য নয়, যদিনা আমাদের দেশের বই সেই দেশে বিক্রি না হয়|

আপনার এই ছাড় আন্দোলনটিকে দুর্বল করতে পারে, কারণ তা অনেককে ভুল বার্তা দিতে পারে। অনেকে মনে করতে পারে, আপনি ভারতীয় বই বা টিভি-সিনেমা প্রেমীদের শিল্ড দিচ্ছেন!

আশা করি এই আশংকার উত্তর দিতে পেরেছি| বর্তমানে পণ্য ও প্রতিষ্ঠানের বর্জন যথেষ্ট চাপ তৈরী করতে সক্ষম, যেটা কিনা ধাপে ধাপে অন্য ক্ষেত্রগুলোতেও হবে, আর পণ্য ও প্রতিষ্ঠান কিন্তু বর্জন করলে আমাদের কোনো ক্ষতি হচ্ছেনা, কারো অসুবিধাও হচ্ছেনা।

তাছাড়া স্বদেশী পণ্য কিনে দেশী অর্থনীতিতে অবদান রাখাই যদি উদ্দেশ্য হয় এ আন্দোলনের, তাহলে উচিত ছিল অন্যান্য বিদেশী প্রডাক্টের লিস্ট দেয়া, যার সমমানের পণ্য বাংলাদেশেই পাওয়া যায়! এর ফলে আন্দোলনটি আরও বেগবান হত বলে মনে হয়!

আমি দুঃখিত, কারণ এই বিষয়ে প্রথমেই বলেছি| সব বিদেশী পন্যের লিস্ট দেওয়ার মতো অবস্থা বা তথ্য নেই, শুধু তাই নয়, দেশের বাজার এতো শক্তিশালী নয় যে, বাইরের কোনো পণ্য ছাড়াই দেশ চলবে, তাই আমি ধাপে ধাপে এগোনোর কথা বলেছি| স্বনির্ভরতা একদিনে আসেনা| যেটা এতদিনে আসার কথা ছিলো সম্ভবপর হয়নি দেশের ব্যার্থ সরকারগুলোর জন্য| লেখাতে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

অরফিয়াস এর ছবি

হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রামগরুড় এর ছবি

চলুক

অরফিয়াস এর ছবি

হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নীড় সন্ধানী এর ছবি

বেশ কিছু ভারতীয় পন্যের কিংবা প্রতিষ্ঠানের অত্যাধিক ব্যবহার দেশের অর্থনীতিকে পেছনে ঠেলে দিচ্ছে, শুধু তাই নয়, একই মানসম্মত বাংলাদেশী পণ্য এবং প্রতিষ্ঠানগুলো বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

এটাই যেন সবাই খেয়াল রাখেন। ভারতপ্রেম কিংবা ভারতবিদ্বেষ কোনটার প্রয়োজন নেই। দেশের প্রতি দায়িত্ববোধের পাশাপাশি দেখতে হবে আমাদের ব্যয়ে অযাচিত বাহুল্য আছে কিনা, কেনাকাটা করতে গিয়ে যৌক্তিক আচরণ করছি কিনা কিংবা হুজুগে মেতে দেশের বারোটা বাজাচ্ছি কিনা।

কিছু জিনিস আছে ভারত আমাদের কাছ থেকে কেনে, কিছু জিনিস আমরা কিনি ভারতের কাছ থেকে। আমাদের প্রয়োজন বেশী আমরা বেশী কিনি, ভারতের প্রয়োজন কম ভারত কম কেনে। কিন্তু এই বেশী কমের মধ্যেও কিছু জিনিস আছে যা ভারত থেকে না কিনলে আমাদের সমস্যা নাই। যেন পোষাক আশাক। এই জগতে ভারতের চেয়ে বাংলাদেশ কোন অংশে কম নয়। বরং বাংলাদেশী পোষাকের স্টাইল কিংবা রুচি ভারতীয় পোষাকের চেয়ে অনেক উন্নত।

লক্ষনীয় ছেলেরা তেমন ভারতের পোষাক কেনে না। মেয়েদের ঝোঁকটাই বেশী। কেন? দেখবেন যারা ভারতীয় সিরিয়ালের ভক্ত, তারাই ঈদের সময় ভারতের জামাকাপড়ের পেছনে ছোটাছুটি করে। এই ব্যয়টা বাহুল্য। বলতে পারেন আমার টাকা দিয়ে আমি যেখান থেকে খুশী কেনাকাটা করবো। আপনার কি? আমার কিছু না। কিন্তু একটা ছোট্ট তথ্য জেনে রাখুন।

এগুলো কিনতে যে ডলার ব্যয় হয় সেই ডলারের যোগান দেয় মধ্যপ্রাচ্যে রক্ত ঘামে ডুবে থাকা ভাইটি। ৮০০০ টাকা বা ১০০ ডলারের একটা জামা কিনলেন আপনি। ওই ডলারে জামা না কিনে ১০ কেজি গুড়োদুধ আমদানী করলে একটা বাচ্চার সারা বছরের দুধের যোগান হয়ে যেতো। শিশুর জন্য যথেষ্ট গুড়োদুধের যোগান বাংলাদেশ দিতে পারে না, এটা প্রয়োজনীয় আমদানী। কিন্তু আপনার জামাটা বাহুল্য। কারণ আপনি দেশের যে কোন বুটিক শপ থেকে দেশীয় জামা কিনে ঈদ করতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি?

শুধু ভারতীয় নয়, যে কোন বিদেশী পন্য কেনার সময় খেয়াল রাখা উচিত, আমরা অপ্রয়োজনীয় বিদেশী পণ্য কিনছি কিনা। আমরা কিনি বলেই ব্যবসায়ীরা আমদানী করে। বাংলাদেশ মুক্তবাজারের অংশ হয়ে গেছে, তাই ক্রেতারাই নির্ধারন করে কোন পন্য কত বেশী বাজারে আসবে। আপনি হয়তো জানেন না, দেশের প্রতি আপনার দায়িত্বের পরিধি আপনার জানার চাইতে অনেক বেশী।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অরফিয়াস এর ছবি

এটাই যেন সবাই খেয়াল রাখেন। ভারতপ্রেম কিংবা ভারতবিদ্বেষ কোনটার প্রয়োজন নেই। দেশের প্রতি দায়িত্ববোধের পাশাপাশি দেখতে হবে আমাদের ব্যয়ে অযাচিত বাহুল্য আছে কিনা, কেনাকাটা করতে গিয়ে যৌক্তিক আচরণ করছি কিনা কিংবা হুজুগে মেতে দেশের বারোটা বাজাচ্ছি কিনা।

চলুক

খুবই যৌক্তিক কথা, কিছু মানুষ অযথাই যে জিনিসগুলো নিয়ে ধোঁয়াশার সৃষ্টি করতে চাইছে তাদের জন্য উপযুক্ত জবাব|

শুধু ভারতীয় নয়, যে কোন বিদেশী পন্য কেনার সময় খেয়াল রাখা উচিত, আমরা অপ্রয়োজনীয় বিদেশী পণ্য কিনছি কিনা। আমরা কিনি বলেই ব্যবসায়ীরা আমদানী করে। বাংলাদেশ মুক্তবাজারের অংশ হয়ে গেছে, তাই ক্রেতারাই নির্ধারন করে কোন পন্য কত বেশী বাজারে আসবে। আপনি হয়তো জানেন না, দেশের প্রতি আপনার দায়িত্বের পরিধি আপনার জানার চাইতে অনেক বেশী।

পুরোপুরি সহমত। চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কালো কাক এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

আপনি হয়তো জানেন না, দেশের প্রতি আপনার দায়িত্বের পরিধি আপনার জানার চাইতে অনেক বেশী। চলুক

অন্য ভুবন  এর ছবি

অবাক লাগছে একদম মনের কথাগুলো অন্য কারো ভাষায় পড়তে গিয়ে. নীড় সন্ধানী, অরফিয়াস আপনাদের লেখা গুলো আমি আজকে পড়ছি, অথচ আমার লেখায় যেন আমি ঠিক এই লেখা গুলোই লিখে রেখেছি !! খুবই খুবই ভালো লাগছে লেখা পড়ে. বিদ্বেষ, হানাহানি, অস্র, রক্ত ছাড়াই আমরা এখন একটি যুদ্ধের সৈনিক, নাম দিয়েছি তাই এর "মৌন যুদ্ধ". আমি সব সময়ের মতই আশাবাদী, " এক দিন ভোর হবেই". শুভকামনা আমাদের সবার জন্য.........

মূর্খ পাঠক  এর ছবি

ভাই, ভারতীয় চ্যানেল বলতে আমরা ঠিক কি বুঝি? হিন্দী বা কলকাতার বাংলা চ্যানেলগুলো? ন্যাশনাল জিওগ্রাফি, ফক্স মুভিজ, ফক্স ট্রাভেলস, স্টার ক্রিকেট ইত্যাদি চ্যানেলগুলোও কি ভারতীয় নয়? যদি এগুলোও বর্জন করি তাহলে দেখব কী?????

অরফিয়াস এর ছবি

ভাই এখানে চ্যানেলের কথা কেনো আসছে?? এই একটি বিষয় নিয়ে অনেকেই ব্যাপারটা ঘোলাটে করছে, আমি আগেও বলেছি, পণ্য বর্জন দেশীয় অর্থনীতির কাঠামোকে শক্তিশালী করার জন্য, এখানে কেউ যদি এসে বলে, তাহলে তুমি চ্যানেল দেখনা, ভারতীয় বই কিনোনা, গান শুনোনা এগুলো কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করা ছাড়া আর কিছুই নয়| আমরা যে পরিমানে ভারতীয় পণ্য না প্রতিষ্ঠান ব্যবহার করি সেই হারে বই বা অন্য জিনিসগুলো ব্যবহার করছিনা, তাই পন্যের সাথে এগুলোর তুলনা অবান্তর| পণ্য কিনলে সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলছে আর বাকি গুলো পরোক্ষভাবে, পরোক্ষগুলো নিয়ন্ত্রনের দায়িত্ব ব্যাক্তিবিশেষের, কিন্তু প্রত্যক্ষটা নিয়ন্ত্রনের দায়িত্ব সামাজিকভাবে আমাদের সকলের, আর " নীড় সন্ধানী" এই উত্তর আরও ভালোভাবে বুঝিয়ে বলেছেন, এখানে একটিকে অপরটির সাথে মিলিয়ে ফেলার কোনো অবকাশ নেই|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ধুসর গোধূলি এর ছবি

এখানে কেউ যদি এসে বলে, তাহলে তুমি চ্যানেল দেখনা, ভারতীয় বই কিনোনা, গান শুনোনা এগুলো কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করা ছাড়া আর কিছুই নয়|

আপনি খুব সম্ভবত ১লা মার্চের ভারত বনধ- সম্পর্কে পুরোপুরি না জেনেই এর পক্ষে অবস্থান নিয়ে কথা বলছেন। সেটা মূল আন্দোলনের সাথে মিলছে না।

১লা মার্চ ভারত বনধ-এর যে ডাক সেটা মূলত তিনটা জিনিস বর্জনের ভিত্তিতেঃ

১) ভারতীয় পণ্য,
২) ভারতীয় সেবা এবং
৩) ভারতীয় বিনোদন।

আপনি যেটাকে 'কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করা' হবে বলছেন সেটাই কিন্তু ১লা মার্চের ভারত বনধ-এর মূল ভিত্তি।

একটা ভিডিও দেই, দেখেন। মন দিয়ে দেইখেন।

অরফিয়াস এর ছবি

আপনি খুব সম্ভবত ১লা মার্চের ভারত বনধ- সম্পর্কে পুরোপুরি না জেনেই এর পক্ষে অবস্থান নিয়ে কথা বলছেন। সেটা মূল আন্দোলনের সাথে মিলছে না।

না, ব্যাপারটি সম্পর্কে আমি যথেষ্ট অবগত, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে, সবার দৃষ্টিভঙ্গি ১০০ ভাগ এক হতে হবে এরকম তো নয়, আর এই বিষয়ে এর আগে অনেকবার আমি আমার অবস্থান বলেছি, তারপরে তর্কের দরকার দেখছিনা।

আপনি যেটাকে 'কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করা' হবে বলছেন সেটাই কিন্তু ১লা মার্চের ভারত বনধ-এর মূল ভিত্তি।

এটা আপানার একটু বোঝার ভুল, আমি বলছি যে, যখনি পণ্য ও প্রতিষ্ঠান বর্জনের ডাক উঠছে, তখন কিছু মানুষ তর্ক জুড়ে দিচ্ছে বিনোদন ক্ষেত্র নিয়ে, কিন্তু এটা একটা অংশমাত্র, তবে যেহেতু এটি ব্যক্তিগত পছন্দের উপর বেশি নির্ভরশীল, তাই এটিকে তর্কের প্রধান করতে চাচ্ছিনা, বরং যেসব পণ্য ও প্রতিষ্ঠান বর্জন করে আমাদের দেশীয় পণ্য ও প্রতিষ্ঠান ব্যবহার সম্ভব আমি সেদিকে জোর দিচ্ছি। কিন্তু সামগ্রিক বর্জনের কারণে কেউ যদি ভারতীয় চ্যানেল এবং সকল বিনোদন বর্জন করতে আগ্রহী আমার তাতে কোনো সমস্যা নেই।

একটা ভিডিও দেই, দেখেন। মন দিয়ে দেইখেন।

অজস্র বার দেখা হয়েছে, এবং এই বিষয়ে আমি লেখাও দিয়েছি, যদি কষ্ট করে দেখতে চান, দেখে নিন|

আর উপরে বেশ কিছু জায়গায় বিভিন্ন ভাবে উত্তরগুলো দেওয়া হয়েছে|

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

আবছায়া এর ছবি

বিষয়গুলো কিন্তু আবার পরস্পর সম্পর্কযুক্ত, ভারতীয় বিনোদন দেখতে বসলেই আপনি ভারতীয় বিজ্ঞাপন দেখবেন, আর এর ফলে ভারতীয় পণ্যের প্রতি আকৃষ্ট হবেন।। ছোট্ট একটা উদাহরণ দেই, আগে আমাদের মা-খালারা নারকেল তেল হিসেবে গন্ধরাজ নারকেল তেল ব্যবহার করতেন, কিন্তু ভারতীয় চ্যানেল আসার পর তারা প্যারাসুট-তেল ব্যবহার শুরু করেছেন।। তাই টিভি-বিনোদনের হয়ত প্রত্যক্ষ প্রভাব নেই, কিন্তু এর পরোক্ষ প্রভাবকে আপনি দৃষ্টিভঙ্গির পার্থক্য বলে এড়িয়ে যেতে পারেন না।।

অন্য ভুবন  এর ছবি

একদম সহমত........আমাদের বুঝতে হবে আমরা যেন সরাসরি বিদেশী পণ্য কিনে বাংলাদেশের অর্থনীতি কে দুর্বল না করি. প্রিয় চলচিত্র, সংগীত শিল্প উপভোগ থেকে কঠিন ভাবে এখনি মুখ ফিরিয়ে নিতে বলা হচ্ছে না. কেবলই ভারত বিদ্বেষ ছড়ানো কিন্তু আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য বাংলাদেশ থেকে যে কোটি কোটি টাকা ভারতীয়/ বিদেশী পণ্যের আমদানিতে ব্যয় হচ্ছে, সেটা কমানো, এবং ফলস্বরূপ বাংলদেশের বানিজ্যকে উন্নত, স্বয়ংসম্পূর্ণ করা. আজকে বাংলাদেশের ব্যাংক গুলোতে ডলারের রিজার্ভ প্রায় নিঃশেষ. আর কেন পাচার হতে দিব আমাদের অর্থ? একটু চেষ্টা করি সবাই, শুধু আমাদের কেনা কাটির অভ্যাসের পরিবর্তন দিয়ে. আমার যে বোন আমার মতাদর্শী কিন্ত ফেসবুক, ব্লগ এর জগত থেকে দুরে, তাকে আমাদের এই আলোড়ন এর পথে সামিল হতে আমি যেমন পুরো বিষয়তা গোড়া থেকে বুঝিয়েছি, আপনারাও সেভাবে এই অনুভুতি জাগিয়ে তুলুন আপনাদের কাছের মানুষদের ভেতর. শুরু হোক, অন্তত শুরুটা হোক.

হিমু এর ছবি

আপনি যেটা ভারতীয় চ্যানেল বলে বুঝবেন, সেটাই সই। সেটাই বর্জন করেন।

পরিস্থিতি খারাপ, বুঝতে পারছেন তো? ভারতীয় চ্যানেল বাদ দিলে "দেখব কী" লেখার পর চারটা প্রশ্নবোধক দিতে হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই বর্জন করুন।

নীল রোদ্দুর এর ছবি

ন্যাশনাল জিওগ্রাফি, ফক্স মুভিজ, ফক্স ট্রাভেলস, স্টার ক্রিকেট ইত্যাদি চ্যানেলগুলোও কি ভারতীয় নয়? যদি এগুলোও বর্জন করি তাহলে দেখব কী?????

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্যের চ্যানেল।

ফক্স গ্রুপ
ও আমেরিকান চ্যানেল।

স্টার ক্রিকেট/ স্টারগ্রুপের সব চ্যানেল ভারতীয়।

উপরে উল্লেখিত প্রত্যেকটা চ্যানেলের উইকিপিডিয়া পেজ থেকে যাচাই করে দেখে নিতে পারে চ্যানেলগুলো মূল আস্তানা বা মালিকানা কোথায় এবং কাদের। অযাচিত বিভ্রান্তি না সৃষ্টি করার জন্য অনুরোধ জানাবো।

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

শিমুল খান এর ছবি

ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার ধারণাটা সমর্থনযোগ। কিন্তু আরও দেশের উপাদান আছে, যা আমাদের দেশীয় উপাদানকে ধ্বংস করেছে এবং বাকীটুকুকেও ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে। সেইসব বিষয় নিয়েও কি আপনি আগ্রহী?

অরফিয়াস এর ছবি

আগ্রহী না হয়ে উপায় আছে কি???

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

লেখা এবং তারপর মন্তব্য একটা নির্দিষ্ট ফোকাস নিয়ে এগিয়েছে, খুব ভালো লাগলো। সুযোগসন্ধানীরা দূরে থাক!

অরফিয়াস এর ছবি

এই ধরনের কিছু লেখাতে দেখেছিলাম তর্কের পড়ে লক্ষ্যটা অন্যদিকে সরে গেছে বা অনেকেই বিদ্বেষ ছড়ানোর জন্য ব্যবহার করছে, তাই চেষ্টা করেছি যাতে লক্ষ্যটা ঠিক থাকে, ধন্যবাদ হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

Shamim Khan এর ছবি

দারুন এই লেখাটিতে অনুপ্রানিত হলাম।

অরফিয়াস এর ছবি

অনুপ্রানিত হয়েছেন শুনে ভালো লাগলো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তোফায়েল এর ছবি

ভারতীয় ছবি, গান, চ্যানেল দেখি না অনেকদিন হয়ে গেল, আমি কিন্তু মরেও যাই নি, বাসিও হই নি।

Mamun এর ছবি

জিএমজি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। এইটা মোটেও ভালো প্রতিষ্ঠান না। এইটাকে দেশি কোম্পানিগুলোর লিস্ট থেকে বাদ দেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।