সঞ্জীবদার গানের সাথে পরিচয় যখন আমি কলেজে। খুব সরলভাবে বলতে গেলে অর্থবিহীন কথা সম্বলিত অসংখ্য গানের ভিড়ে সঞ্জীবদার গান প্রথম শোনাতেই যেন মাথায় গেঁথে গেল। এরপরে মুগ্ধ হয়ে শুনেছি তাঁর দরাজ গলার একের পর এক গান। "দলছুট" আমার প্রিয় গানের দলের তালিকায় একদম শীর্ষে চলে আসে সেসময়। শুধু কি সুর আর স্বরের কারনেই এরকম অন্ধভক্তি, না, চিন্তা করে দেখেছি অনেকবার। মানুষ হিসেবে তাঁর সাথে বিন্দুমাত্র পরিচয় নেই, যাওয়া হয়নি তাঁর কোন সঙ্গীত সন্ধ্যায়, সামনে থেকে দেখিনি কখনও, তবুও একজন শিল্পী হিসেবে, গায়ক হিসেবে সর্বোপরি একজন সাধারন মানুষ হিসেবে তাঁর সহজ ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি আমি বারবার। তাঁর কণ্ঠের গভীরতার কারনেই হোক কিংবা তাঁর ব্যক্তিত্বের কারনেই হোক, সঞ্জীবদার গানগুলো ভিন্ন মনে হত সবসময়, এখনও হয়।
অসংখ্য মন খারাপ করা রাতে, পুরনো ঢাকার পুরনো দালানের এক চিলতে বারান্দায়, আকাশের দিকে তাকিয়ে পার করা অগুনিত সময়ের সঙ্গী ছিল সেই সব গান। মন ভাল হওয়ার জন্য বোধহয় না বরং গভীর বিষণ্ণতায় ডুবে গিয়ে বাস্তবতা থেকে কয়েক মুহূর্ত নিজেকে সরিয়ে নেয়ার জন্য। আহ, সে সব নস্টালজিয়া।
সময়ের সাথে দ্রুত বদলে গেছে সবই। বদলে গেছে ভাল লাগা, বদলে গেছে বিষণ্ণতার রঙ, বদলে গেছে বারান্দা, শুধু বদলায়নি সঞ্জীবদার গানের প্রতি অটল মুগ্ধতা। এখনও বাড়ি থেকে হাজারো মাইল দূরের দেশে যখন একাকী বিষণ্ণ ম্যাড়ম্যাড়ে সন্ধ্যায় পথ চলার প্রতি বিরক্তি চরমে পৌঁছায়, তখন থমকে গিয়ে কানে হেডফোন লাগিয়ে পুরনো সব গানের ভিড়ে নিজের পুরনো অস্তিত্বকে খুঁজে ফিরি। কাউকে বলা হয়ে উঠেনা মেকি হাসির আড়ালে কি ভীষণ একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে।
স্বপ্নবাজী ধরা মানুষটা স্বপ্নের মাঝে হারিয়ে গেছেন ৭ বছর হল। মৃত্যুর পরে কোন অলৌকিক জীবনে বিশ্বাসী নই আমি। কিন্তু আমি জানি, নতুন শহরে নাম না জানা অগুনিত মানুষের ভিড়ে কিংবা অচেনা পথে চন্দ্রাহত হয়ে হারিয়ে যাওয়ার মুহূর্তগুলোতে তিনি বেঁচে থাকবেন নিঃসঙ্গ গুনগুনে।
যদি কখনও দেখা হত হয়তো বলতাম, দাদা, এই নষ্ট সময়ে, অচেনা শহরে, ডানা ভাঙ্গা শালিকটি হৃদয়ের দাবী রাখেনি, কখনও রাখেনা।
মন্তব্য
ভিন্ন স্রোতের মাঝি সঞ্জীব দা আমাদের বেড়ে উঠার সময়ে শিখিয়ে গেছেন যে সবকিছুতে গা ভাসিয়ে দিতে হয় না। বাংলা গানের কথায় তার মতো অনন্যতা, বৈচিত্র্যতা আর মন্ত্রমুগ্ধ কাব্যিক বেদনা আর কেউ জাগাতে পারেনি। সঞ্জীবদার গাওয়া সবগুলো গান সব সময় প্রিয় ছিলো, আজও আছে। সঞ্জীবদার যে গানগুলো এখনো সীমাহীন শূন্যতা আর গভীর বিষন্নতায় আচ্ছন্ন করে তার মাঝে অন্যতম “ আমি তোমাকেই বলে দেবো, কার ছবি নেই, চক্ষু নাই, নৌকা ভ্রমণ, যাই পেরিয়ে, স্বপ্নবাজি, নেশা, আমি ফিরে পেতে চাই, সাদা ময়লা অন্যতম। সঞ্জীবদা বেঁচে আছেন, থাকবেন তার ভিন্নতায় অভিমানী শ্রোতাদের মনের ঘরে।
-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।
ধন্যবাদ মাসুদ সজীব।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আমাদের র্যাগের (বুয়েট ব্যাচ ৯৬, ২০০২ সাল) সময় দলছুট এসেছিল। মুগ্ধ হয়ে শুনেছিলাম দলছুটের কনসার্ট। সেটা আমার দেখে দলছুটের প্রথম লাইভ শো। এখনো প্রায় প্রতিদিন শুনি সঞ্জীব দার গান। র্যাগের সেই কনসার্টে তোলা দাদার সাথে একটা ছবি।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
সঞ্জীবদার গান প্রায় নিয়মিত শুনি, পুরনো হয়না।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অত্যন্ত কুণ্ঠার সাথে একটি কথা বলতে চাইছি। সঞ্জীব চৌধুরী সংক্রান্ত আলোচনায় যে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় সেটি হচ্ছে তাঁর অকাল মৃত্যু। বর্তমানে যে সত্যই প্রতিষ্ঠিত হোক, তাঁর কোমায় থাকাকালীন সময়ে যে গুঞ্জনগুলো উঠেছিল ন্যায়ের স্বার্থে সেগুলোর তদন্ত হওয়া উচিত। এটা আরেকটা হ্যাপী আখন্দ বা জুয়েল কেস কিনা অথবা অন্যকিছু সেটা জানার অধিকার শুধু তাঁর পরিবারের সদস্যদেরই নয় আমাদের মতো সাধারণ সঞ্জীবভক্তদেরও আছে।
অকালে বাবা হারানো সঞ্জীবকন্যা কিংবদন্তীর জন্য শুভ কামনা।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হ্যাঁ, সঞ্জীবদার অকাল মৃত্যুর বিষয়টি নিয়ে আমি নিজেও ঘোলাটে অবস্থায় থাকি কারন সেসময় দেশে ছিলাম না শুধু পত্রিকার খবরই ভরসা ছিল। পাণ্ডবদা, আপনার সাথে একমত।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ব্লগবাড়ি । ফেসবুক
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
http://www.youtube.com/watch?v=Nqp4V_7TCPY
ধন্যবাদ তানিম ভাই।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শেয়ার করার লোভ সামলাতে পারলাম না
www.youtube.com/watch?v=KOa6ov28fzQ
ব্লগবাড়ি । ফেসবুক
এটার অংশ বিশেষ দেখেছিলাম আগেই, পুরোটা দেখা ছিল না। শিল্পী হলেও সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে, সেটা তিনি এড়িয়ে চলেন নি। শ্রদ্ধা রইল মানুষটার জন্য।
সত্যিই বড় অসময়ে চলে গেলেন। তবে তার সৃষ্টের মাঝেই তিনি বেঁচে থাকবেন।
-- আরাফ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
একটা সময় ছিল হৃদয়পুরের গান না শুনে ঘুমাতে যেতাম না।
ব্যক্তিগত ভাবে পরিচিত ছিলেন না, তাও বেশ ক'বার পথে দেখা হতে "সঞ্জীব 'দা" বলে চেঁচিয়েছিলাম।
প্রতিবারই এমন নির্মল হাসিতে উদ্ভাসিত হয়ে হাত নেড়েছিলেন যেন কত চেনা।
এমন মানুষ অকালে চলে গেলেও হৃদয়ে থাকেন অনন্তকাল ধরে।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
তোমার এই গদ্যকবিতার মত ঝংকৃত স্মৃতিচারণ আনমনা করে ফেলল। সঞ্জীবদার গানের মতই।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন