আজ থেকে ১৮ বছর আগে এই দিনে আমরা ক্ষোভে দূ:খে আর ক্রোধে ফেটে পড়েছিলাম ।
এই দিনে আমরা রাস্তার পরে রাস্তায় বেরিকেড বসিয়েছিলাম , এই দিনে আমরা খাকি পোশাক দেখলেই তেড়ে গিয়েছিলাম , এই দিনে আমরা টিয়ারগ্যাস আর গুলিকে তোয়াক্কা করিনি , এই দিনে আমরা জ্বালিয়েছিলাম সরকারী আদালত , পুলিশের গাড়ি ....।
আজ থেকে ১৮ বছর আগে এই দিনে ডাক্তার মিলনের বুকের রক্তে ভিজেছিল এই দেশের মাটি ।
মিলন হত্যার বিচার হয়নি , কারন স্বাক্ষীরা কেউ আদালতে যায়নি । মিলন হত্যার বিচার হয়নি কারন রাষ্ট্র খুঁজে বের করতে চায়নি সেই খুনীকে ।
আর আজ ১৮ বছর পরে গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা এই দিনে শহীদ মিলন দিবসে একটি বানী দিয়েছেন । অবশ্য এই বানীটি তিনি একাই দিয়েছেন , গনতন্ত্রের অগ্রযাত্রায় উনার বান্ধব , মহাজোটের মহা পার্টনার এরশাদ সাহেবকে সঙ্গী করেননি এই বিবৃতিতে । এতে মহাজোটের ঐক্যে কোন আছর পড়বে কি না , কোন জ্ঞানী সাংবাদিক এখনও এ বিষয়ে খবর প্রকাশ করেননি ।
এরশাদ বিরোধী আন্দোলনে আমি বা আপনি , আমরা যারা মিছিলে ছিলাম , তারা যে কেউ মারা যেতে পারতাম ।
আমি মারা যাইনি । আপনি যখন এই ব্লগটি পড়ছেন , এর মানে হচ্ছে আপনিও মারা যাননি ।
সেই আন্দোলনে আমি একপাটি স্যান্ডেল হারিয়েছিলাম । পুলিশের ধাওয়া খেয়ে ছুটতে ছুটতে সেই স্যান্ডেলের পাটিটি কোথায় গিয়েছিল তার আর খোঁজ পাইনি ।
আজ ১৮ বছর পরে সেই একপাটি স্যান্ডেলের জন্যও আমার দূ:খ হচ্ছে । এই সব বাঞ্চোৎ গনতন্ত্রের জন্য কিশোর বয়েসে একপাটি স্যান্ডেল ত্যাগ করাটা আমার উচিত হয়নি ।
এই ালের গনতন্ত্রের দাম আমার একপাটি স্যান্ডেলের দামের চাইতে কম । স্যান্ডেলটি তাই আমি হুদাই হারিয়েছি। হুদাই ।
মন্তব্য
বাঞ্চোৎ গনতন্ত্র !
দাঁত চেপে আউড়ে নিলাম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমিও আউড়ে নিলাম...
=============================
ঠিক।
আরেক পাটি স্যান্ডেল আছে না? সেটা দিয়ে এখন ভন্ড সব রাজনীতিবিদদের পেটাতে পারলে বেশ সুখ হতো!
আওড়ে নিলাম আমিও!
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
সেইদিন আমিয়ো ছিলাম একথা বলতে লজ্জ্বা পাই।
আমার বর্তমান উপলব্দি, "গনতন্ত্র মানুষের মাথা গুনে, মগজের সন্ধান করেনা।"
...........................
Every Picture Tells a Story
উহু , এ দেশের গনতন্ত্র পকেটের টাকা খুঁজে , মানুষের মাথাগুনাতেও তার কোন ইচ্ছে নেই ।
টাকা থাকলেই মাথা আসবে , এটাই হচ্ছে গনতন্ত্রের বঙ্গ সংস্করন ।
আওয়ামিলীগ জিতলে এরশাদ যখন প্রেসিডেন্ট হবে
তখন হয়তো গণআন্দোলনকে
অসাংবিধানিক অগণতান্ত্রিক ঘোষনা দেয়া হবে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ইনশাল্লাহ ।
হুদাই হুদাই, ১৮ বছর হয়ে গেলো অথচ মনে হয় সেদিন কার কথা।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হু , বুড়ো হয়ে যাচ্ছে আমাদের জেনারেশনটাও । পুরো প্রজন্মের একআনা অর্জনও দেখি না । হুদাই প্রজন্ম ।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
বৃহৎ স্বার্থে স্যান্ডেল নয়, জুতা-জামাও এবার শেখ-রি-প্রাইস করতে হবে।
"শেখ রি প্রাইস" বাঙালির দামটা কখন সামনের বোর্ডে লিখে দেয়া হবে এই আশায় উৎসুক অপেক্ষা করি জীর্ণ ফুটপাতে ।
আমরা জনগণ যে রামছাগল, এটা আমরা না জানলেও তারা ঠিকই জানে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমরাও জানি এবং আমরাও মানি ।
এজন্যই নিয়মিত লেজ নাড়াই ।
ছাগলের তিন আনি লেজ , মাছি তাড়াতে পারে না ।
১৮ বছর পর আজ আবার আরেক জোড়া স্যান্ডেল কিনুন, তারপর নিজের গালে নিজে মারুন।
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আর কতো ? নিজের গালে মারতে মারতে তো দাতের মাড়ি খুলে আসার যোগাড় ।
মাঝে মাঝে মনে হয়, বাংলাদেশে নিরাপদে নির্বিঘ্নে জীবন কাটানোর শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে একটি বৃহৎ শুয়োরে পরিণত হওয়া এবং মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা। এরপর জীবনের বাধাবিঘ্ন দূর করতে রাজনীতিবিদরাই ছুটে আসবেন।
হাঁটুপানির জলদস্যু
শুওর হতে বলো আমায় , শুওর হওয়া সহজ নয় ।
হাজার শুওর আগে থেকেই , রাখছে খোয়াড় গন্ধময় ।
একাত্তর দেখি নি। নব্বইয়ের কথা ভালই মনে আছে। কত উত্তেজনা! মনে হয়েছিল স্বাধীনতার স্বাদ বুঝি এমনই। এখন সে কথা ভাবলেই নিজেকে প্রতারিত মনে হয়। রাজাকার আর এদের মধ্যে তফাৎ কোথায়?
= = = = = = = = = = =
ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা
চোখে আজ স্বপ্নের নেই নীল মদ্য
কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া
আমরা তো প্রতারিত প্রজন্মেরই উত্তরাধিকার ।
আরিফ ভাই,
অত্যন্ত মর্মস্পর্শী লেখা।
আপনার ঘৃণা,ক্রোধ নিজের রক্তে রক্তে অনুভব করলাম।
বিবর্তনবাদ দেখিয়েছে----'চামড়াহীন' কোনকিছুই টিকে থাকতে পারে নি।
আমি তাই ভরসায় আর আশায় বুক বেঁধেছি----আমাদের এইসব চামড়াহীন নেতারা অতিদ্রুত 'বিলুপ্ত' হবেন আর আমরা ফিরে পাব আমাদের স্বদেশ!
আশাবাদ জিন্দাবাদ প্রিয় অনিকেত ।
মোটা চামড়ারা কিন্তু বিবর্তনের সূত্র মতে ভালোই টিকে থাকার কথা । তেলাপোকারা টিকেই থাকে , টিকেই থাকে ...।
'৯০ এর মধ্যে বড় তীব্রভাবেই আছে একাত্তরের ছায়া, আরো স্পষ্ট করলে পরাজয়ের ছায়া ।
তোর মনে আছে নিশ্চয়ই- নভেম্বর শেষ সপ্তাহ থেকেই এলাকায় এলাকায় কালো তালিকা করা হলো দালালদের ।
বিজয় এলো, সেবারের ষোলই ডিসেম্বর পালিত হলো কি এক অদ্ভূত দ্যোতনায় । অনেক জায়গায় দালালরা মুখ লুকালো ।
কিন্তু তারপর...
মাত্র তো কয়দিন । কেন্দ্রে অভি, সজলদের ঠাঁই দিলো লীগ; এমকে আনোয়ার , মওদূদদের বিএনপি ।জেলা ও মফস্বলে জাতীয় পার্টির চামচা রা আসতে আসতে ফিরতে লাগলো ।
বিএনপি ক্ষমতায় এসেই বিজয়ী ছাত্রনেতাদের জন্য খুলে দিলো প্যান্ডোরার বাক্স । টেন্ডার, চাঁদাবাজি- ছাত্র রাজনীতিতে এ্তো টাকার খেলা! গনতন্ত্রের যোদ্ধারা চাঁদাবাজ আর ভাড়াটে গুন্ডা । '৮৮ তে টিলাগড় পয়েন্ট একা এক শামসুজ্জামান জামান মিলিটারী জিপ সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ছিলো আর '৯০ এর পরে?
যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার কোন ব্যবস্থা হলোনা । পুলিশের নির্যাতনের শিকার হয়ে রিজভী আহমেদ বড়নে্তা হয়েছেন হয়েছেন মফস্বলের এক বড়ভাই থেঁতলে যাওয়া মেরুদন্ড নিয়ে এখনো শয্যাশায়ী ।
আদর্শবাদীরা ছিটকে সরে গেলো রাজনীতি থেকে।
আমরা কতো সহজেই মুক্তিযুদ্ধ প্রজন্মকে দালাল পুর্নবাসনের জন্য দায়ী করি, অথচ...
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অথচ ....
- ক্রোধে জাগে আস্ফালিত বৃথা মুষ্টি!
কষ্ট হয় দেশটার জন্য। একদিকে আছে মুক্তদেশের সেরা সন্তানের রক্তে রাঙানো হাতের চরম বেহায়া আর অপর দিকে বিষাক্ত নিঃশ্বাস ফেলছে একাত্তরের পরাজিত দালাল হায়েনারা। কী করবে বাংলার অসহায় মানুষগুলো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
.........এছাড়া কিছু বলার নাই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
সেটাই ।
১. ১৮ বছর আগে আমি কিশোর ছিলাম।
২. গণতন্ত্র আসলে 'গোণা'তন্ত্র।
৩. বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে।
৪. একপাটি স্যান্ডেল আসলে পূর্ণ পরিপূরক।
............................................................
এভাবে একটি এন×এন ম্যাট্রিক্স তৈরি করুন। বাকি স্যান্ডেল'টা হারানোর দিন আসছে।
সব কিছু হারিয়ে বসে আছি । বাকী স্যান্ডেলটা থাকলেই কী , আর না থাকলেই বা কী ?
এখন মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশের গণতন্ত্রও একটা গণতন্ত্র, তেলাপোকাও একটা পাখি।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এই কথাটাই বলতে চাইছিলাম মনে হয়
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
তখন স্কুলে পড়ি... বাবা আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিলেন... কালো রঙের... রাবারের... ডিজিটাল... কমদামী... মিছিল শেষে ঘড়ি দেখি শুধু খোসা আছে... ভেতরের কলকব্জা কখন ক্ষয়ে পড়েছে...
আপনার স্যান্ডেল, আমার ঘড়ি, অনেকের প্রাণ আর এক নদী রক্ত... আর এক সমূদ্র স্বপ্ন... সব হারিয়ে আমরা এখন নিস্ব...
ভেতরের কলকব্জা খুলে যাবার পর ঘড়ির দিকে তাকিয়ে কোনো সময় দেখতে পাইনি... ঘোলা... সেই ঘোলা চোখে পেছনের দিকটা আর দেখতে পাইনা... সামনে দেখার সাহস নেই...
আমরাই তবে ভুল করেছিলাম? সে কি আমাদের কৈশোরের সাময়িক উত্তেজনা ছিলো তবে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তবু ৯০-ই একটা প্রজন্মের অহংকারের বাতিঘর । আরো কোন একদিন পথহারা কোন জাহাজকে হয়তো বন্দর চেনাবে সেটাই । ইতিহাসের কোন বাঁকই অহেতুক নয় রে...
বরাবরের মতোই ঝাঁঝপূর্ণ লেখা ! ধন্যবাদ ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
আমার আমাদের নেতাদের প্রতি সামান্যতমও আশা নেই। তাই এদের কান্ডকারখানা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়। একেবারেই অবাক হইনা।
আমিও স্যন্ডেল হরিয়েছি। স্বাধীনতার সময় বন্ধু হারিয়েছি, জিয়ার সময় বন্ধু হারিয়েছি, অনেক হরাতে হারাতে এখন একেবারেই অবাক লাগে না। ভোতা হয়ে গেছি হয়তো।
যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রভাবে আবার ধার হবো, তা থেকে এখনো অনেক অনেক দুরে আমরা।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
কথা ছিলো নতুন বাংলাদেশ হবে......
বেহায়া পতন এর পর .........
জানা ছিলো না,আমাদের দেশের রাজনিতী আসলে শুরু ই হয়েছিল ভুল বানান দিয়ে(নিতী)...।।
জানা ছিলো না,নেতাদের প্রিয় আপ্তবাক্য,'রাজনীতি তে শেষ কথা বলে কিছু নেই'....
নতুন মন্তব্য করুন