বেড়াল

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ১৫/০৩/২০০৯ - ১২:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অন্ধকারে কালো বেড়াল খোঁজার গল্পগুলো কি আপনারা পড়েছেন ? আমি নিশ্চিত আপনারা পড়েছেন , কারন ওসব গল্পগুলো লেখাই হয় শুধু আপনাদের মতো পড়ুয়েদেরকে পড়ানোর জন্য , আমাদের মতো লোকজন তাঁর খবর পাই না ।
আমি শুনেছি যে ওরকম বেশ কয়েকটা তোফা গল্প লেখা হয়েছে বটে , তবে সেসবই শুনেছি আপনাদের আলাপ আলোচনায় , নিজে চেখে দেখার সুযোগ পাইনি । অবশ্য পেলেও যে সেসব আমি বুঝতে পারতাম তেমন নয় , তবে আলাপের সময়ে বেশ দুলাইন বলে মাথাটা দোলাতে পারতাম ।

সে যাকগে , আমি তবে নিজেই একটা বেড়ালের গল্প বলি ।
আমরা সাধারন মানুষ তো , তাই গল্পটা বেশ সাধারন । আপনারা যারা অন্ধকারে কালো বেড়াল খোঁজার আসল গল্পগুলো পড়ে ফেলেছেন , তাঁরা বিরক্ত হতে পারেন , তবে আমার মতো না পড়ুয়ারাও তো আছে , এই গল্পটি তাঁরা পড়ে নিতে পারেন । সব কিছুর নকল বেরুলে গল্পের নকলও বেরুতে পারে, এমনকি কালো বেড়ালের গল্পগুলোরও , আমি তাতে কোন সমস্যা দেখি না ।

----

সে যাকগে , কথা হচ্ছে কি এই তো বেশ কয়েকদিন আগে সার্ক পুলিশদের একটা সম্মেলন হচ্ছিল কোথায় যেন । আমি ঠিক জানি না , তবে ভারত , পাকিস্তানে নয় , এমনকি নেপাল কিংবা শ্রীলংকাতেও নয় , ওসব দেশে তো আজকাল যাওয়ার কোন পরিবেশই নেই , শুধুই হুজ্জোত । ভূটানে হতে পারে, যদিও ওখানে হুজ্জোত নেই তেমন বলতে পারি না , তবে সেগুলো আমাদের জানা নেই ।

তো সেই ভুটানে ( মানে আমি ধরে নিচ্ছি ভুটানেই হয়েছিল ,কারন বিষয়টা আমার মাথায় ঢুকে গেছে , প্রায় বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে ) পুলিশদের কম্পিটিশন হচ্ছিল , তো সেমিফাইনালে উঠে গেল আমাদের বাংলাদেশ , আর সাথে তো বুঝতেই পারছেন ঐ ভারত আর পাকিস্তান তো উঠতেই হবে । তাদেরকে রেখে তো আর এ অঞ্চলে খেলাধুলা করা যাবে না ।

সেই সেমিফাইনালে ৩টা পাশাপাশি বনে ৩টা কালো বেড়াল ছেড়ে দিয়ে বলা হলো যে আগে বেড়াল খুঁজে পাবে , সেই চ্যাম্পিয়ান হয়ে যাবে । দ্বিতীয়জন রানার্সআপ আর সব শেষে যারা পাবে তারা তৃতীয় মেডেলটা পাবে , এটা তো জানা কথাই ।

তা , প্রথমে গেল মাথা গরম পাকিস্তানীরা । তারা পুরো বনে আগুন লাগিয়ে দিল , পুড়ে ছাই হলো যতো গাছপালা আর পশুপাখি । সেখান থেকে একটা কয়লা হওয়া কন্কাল নিয়ে এসে তারা দাবী করলো , ওটাই কালো বেড়াল ।
বিচারকরা হেসে দিলেন , কারন এটা প্রমানিত নয় । তাছাড়া ওটা সঁজারুর কংকালের মতোই মনে হচ্ছিল অনেকের ।

তারপর ভারতীয়রা তাদের বনে ঢুকে গেল । আপনি নিশ্চয়ই ভাবছেন তারা খুজে পেল বেড়ালটিকে । উহু , তাঁরা বিস্তর গবেষনা করে জানালো , আইএসআই এর ষড়যন্ত্রে পড়ে কালো বেড়ালটা বাংলাদেশে চলে গেছে , তাই বনে কোন কালো বেড়াল নেই । আপনারা তো জানেনই , তারা আসলে ওরকমই বলে , তাই তাদের কথায় পাত্তা দিল না কেউ ।

হা: হা: হা; এবার নিজের দেশের কথা শুনে আপনার বুকে ঢিব ঢিব করছে , তাই না ?
তাহলে শুনুন ঘটনাটা ।
বাংলাদেশের পুলিশ গেল সেই বনে কালো বেড়াল খুঁজতে ।
তারা বেশিক্ষন সময় নিল না ।
একটু পরেই তারা পিটিয়ে আহত করা এক সাদা ভালুককে চ্যাংদোলা করে হাজির করলো । মুমূর্ষ ভল্লুকটি তখনও চিৎকার করে বলছিল ,
স্বীকার করছি , স্বীকার করছি ,আমিই কালো বেড়াল ,আমিই কালো বেড়াল ।

হু , মানে আমি আসলে এই গল্পটিই বলতে চেয়েছিলাম ।
মানে আপনি কালো বেড়াল পাচ্ছেন কি না সেটা বড়ো কথা নয় , কাউকে যদি আপনি কালো বেড়াল হিসেবে স্বীকারোক্তি আদায় করতে পারেন , তাহলে ওটাই শেষ কথা ।

স্বীকারোক্তির উপর কথা বলাটা আমাদের , মানে আমরা যারা বাদবাকী লোকজন আছি , তাদের তো শোভা পায় না , তাই না ?


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

ইতিহাসের স্বার্থে লেখকের নোট :

এই গল্পটি আজকে প্রথমপাতায় প্রকাশিত

সবজান্তার গাধা

ফারুক হাসান এরগরু

সংসারে এক সন্যাসীর শুওর

হিমুর জলহস্তী

অপ্রিয়'র খরগোশ

এবং অরূপের কুকুরকুর

এর ধারাবাহিকতায় একই দিনে ও সময়ে প্রথম পাতায় প্রকাশিত ।

নিবিড় এর ছবি

তাইলে কি আজকে সব কিছু পশু সম্পরকে লিখতে হবে চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মাহবুব লীলেন এর ছবি

ঠিক এই প্রশ্নটা করার জন্য আমি পোস্টাতে ঢুকেছিলাম
বুঝতে পারছিলাম না আজ কোনো বিশ্বপশু দিবস কি না

সচলায়তনের পুরো প্রথম পাতায় আজ পশুদের ছড়াছড়ি

(কাহিনী এখনও বুঝিনি)

আরিফ জেবতিক এর ছবি

হা : হা : হা:!!
এই সামান্য কাহিনী না বুঝার কী হলো ??

সবজান্তা এর ছবি
নিবিড় এর ছবি

দারুন লাগল দারুন চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম গাধা, গরু, শুয়র, হাতী, খরগোশ, কুকুর সবই এল বিড়াল আসছেনা কেন। যাক শেষ মেষ বিড়ালও এল। চিড়িয়াখানাটা এবার বেশ জ়মজ়মাট হল, আমারাও বিনা পয়সায় চিড়িয়াখানা দেখতে থুক্কু পড়তে পারলাম।

Lina Fardows

হি হি হি  এর ছবি

সজারু চাই সজারু চাই।
চামচিকা আর কাঠবেড়ালি চাই।
মোষ ই কি দোষ করলো? গন্ডার কি এসেছে?

রেনেট এর ছবি

জট্টিল
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- উঁরি!!

আরো একটা গল্প আছে বিলাই নিয়া।

বিশ্ব বিলাই কাপ হুংকার প্রতিযোগিতায় রাউণ্ড রবিন লীগ শেষ করে বাংলাদেশের বিলাই গেলো ফাইনালে উঠে। কোনো দেশের বিলাইই বাংলাদেশের বিলাই'র সামনে খাড়াইতে পারে না। সারা পৃথিবীর বিলাই কোচরা হতবিহ্বল! "ঘটনা কী! এইবার বাংলাদেশের বিলাই'র গায়ে এতো ইমানী তাকদ্ কইত্থাইকা আসলো! সব দেশের বাঘা বাঘা বিলাই এক হুংকারেই রিং ছাইড়া ছিট্টা বাইরে পইড়া যায়!" তো ফাইনালে বাংলাদেশের বিলাই'র লগে কম্পিট করোনের লাইগা গতবারের চ্যাম্পিয়ন বিলাতি বিলাই রিঙে উইঠা 'রকি' স্টাইলে হাত পাও ছোড়াছুড়ি শুরু কইরা দিলো। তো রেফারী যখন বাঁশী ফুঁ দিয়া রেডি ওয়ান... টু... থ্রী কইলো অমনি বিলাতি বিলাই রিং থাইকা উইড়া ঠাশ কইরা গিয়া পড়লো ধারাভাষ্যকার খোদাবক্সমৃধার টেবিলে। খেলা শেষ। বাংলাদেশী বিলাই 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন'। তো এইবার রানার আপ বিলাতি বিলাই ভয়ে ভয়ে গিয়া চ্যাম্পিয়ন বিলাইরে জিগায়, "ভাইগো, মিয়া ভাই, ও মিয়া ভাই, আমি একটা জিনিষ বুঝলাম না। আপনেও বিলাই আমিও বিলাই মাগার আপনের ডাক শুইনাই আমি উইড়া গেলামগা ক্যান?" ফটোসেশনের জন্য পোজরত চ্যাম্পিয়ন বিলাই পোজ ধইরা রাইখাই কয়, " মুখ শামলাইয়া কথা ক' হালা বিলাইর পো। তুই বিলাই ঠিকাছে, আমারে বিলাই কস কোন সাহসে? আমি হইলাম সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। খাইতে না পাইয়া হুগায়া বিলাই হইয়া গেছি গা..."
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক হাসান এর ছবি

গুল্লি
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফারুক হাসান এর ছবি

বাংলাদেশী পুলিশ বলে কথা!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা দারুন চলুক

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রিয় জেবতিক, আপনার লেখা গল্প আগে পড়েছি বলে মনে পড়ছে না। যাই হোক, আপনার গল্পের স্টাইল অসাধারণ। অবশ্য সিরিয়াস কিছু লেখাতেও আপনি এর কাছাকাছি একটা স্টাইল অনুসরণ করেন। আর এই গল্পটাতো সেই বিচারে আসলে সিরিয়াস বিষয় নিয়েই। ধন্যবাদ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গল্পটা কিন্তু আগে শুনিনি; তবে ঘটনাটা জানতাম।

সুহান রিজওয়ান এর ছবি

পুরোনো বোতলে নতুন মদ সবাই ভালোভাবে ভরতে পারে না...
আপনি দারূণ ভাবে পেরেছেন ...

পান্থ রহমান রেজা এর ছবি

সৈরম।

কীর্তিনাশা এর ছবি

দারুন ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

জটিল!

রানা মেহের এর ছবি

কঠিন দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জেবতিক রাজিব হক এর ছবি

জম্পেস দেঁতো হাসি

স্নিগ্ধা এর ছবি

চমৎকার লাগলো! মুগ্ধ হয়ে গেলাম!

s-s এর ছবি

হা: হা: হা:

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জানা গল্প, তবু পড়তে ভালো লাগলো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।