"অরূপ যখন আওয়াজ দিলেন " শিরোনামটা আমার দেয়া নয় । বহু আগে হাসান মোরশেদের একটা লেখার শিরোনাম - অরূপ যখন আওয়াজ দিলেন । কেন জানি অরূপের নাম মনে পড়লেই দুটো শিরোনাম আমার মনে পড়ে যায় , প্রথমটি হচ্ছে এই আওয়াজ দেয়া শিরোনামটা ; আর দ্বিতীয়টা হচ্ছে মাশীদের " আমি আর অপু " সিরিজটা ।
মানুষের নামের সাথে এই শিরোনাম কিভাবে মিলেমিশে যায় , আমি জানি না ।
আমি যখন ব্লগে আসি তখন হাসান মোরশেদ ছাড়া পূর্বপরিচিত কেউ ছিল না । নাদান মানুষ হিসেবে খুব সাবধানে এবং ভয়ে ভয়ে লোকজনের সাথে মিশতাম । নানান কিসিমের মানুষের মাঝ থেকে এসব বাছাবাছি করতে করতে যাদের সাথে বেশ প্রানখুলে গল্প করার একটা অভ্যাস দাড়িয়ে গেল , তাদের মাঝে মাত্র তিনজনের সাথে আমার সবচাইতে বেশি জিমেইল চ্যাট হয়েছে । অরূপ , মুর্শেদ এবং জুবায়ের ভাই ।
আমার বাংলা ব্লগিং নামের এই আড্ডাবাজী আর টুকিটাকি লেখালেখির অভিনয় হয়তো কবেই গুডবাই বলে নিজের কাজে ফিরে যেতাম , কিন্তু সেটা হয়নি অরূপ , মুর্শেদ আর হাসিবের সার্বক্ষনিক টেকী সাহায্যে ।
বিজয় থেকে কনভার্ট করতে পারছি না , অরূপ-মুর্শেদের যন্ত্রে ক্লিক দাও ।
জিমেইলে কেমনে বাংলা লেখা যায় জানি না , ব্যস অরূপকে ধুম করে জিজ্ঞেস করো ।
বাংলাদেশ কোন বড় ক্রিকেট দলকে হারিয়েছে , পুরো মনিটর জুড়ে জাতীয় সঙ্গীত বেঁজে উঠে চোখ ভিজিয়ে দিয়েছে । কে করেছে ? আর কে , অরূপ !
তারপর এই সচলায়তন । আহা , সচলায়তন ।
চোখের সামনেই লক্ষ হিটের বেড়াজাল পেরিয়ে গেলো এই সেদিন ।
মাঝে মাঝে আমি পুরোনো পোস্টগুলোতে ফিরে যাই , চোখ বুলাই । সেই সময় গোপনে টেস্ট চলছে সচলায়তনের , আমরা ক'জন সার্বক্ষনিক মনিটর ওপেন করে বসে আছি ।
একটা করে ফিচার আসছে , টেস্ট হচ্ছে আর আমরা উচ্ছ্বসিত হচ্ছি ।
একটা সময় ছিল যখন আমরা সবাই রাতের পর রাত , দিনের পর দিন ব্লগের পাতায় পড়ে থাকতাম । খুব বেশিদিন আগের কথা নয় সেগুলো , কিন্তু কেন যেন বেশ একটা স্মৃতিমাখা হয়ে যাচ্ছে সব ।
আরো প্রায় দুই যুগ পরে , যখন আমাদের চোখগুলো ঘোলাটে হয়ে যাবে , আমরা আর মনিটরের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে পারব না , আমাদের ব্লাডসুগার আর ব্লাডপ্রেশার যখন দিনে একাধিকবার উঠানামা করতে থাকবে , তখন আরো বেশি স্মৃতির সেই দিনে হয়তো আর স্পষ্টভাবে অনেক কিছুই মনে পড়বে ।
সেই স্মৃতির দিনে যাওয়ার জন্য বয়েস বাড়ার প্রয়োজন ।
আর বয়েস বাড়তে গেলে একটা করে জন্মদিনের মাইলস্টোনও পেরিয়ে যেতে হয় বটে ।
আর তাই , শুভ জন্মদিন অরূপ ।
আন্তর্জালে বাংলা লেখালেখিতে আপনার অবদানগুলো হয়তো এই সব বানিজ্যিক মিডিয়ার যুগে খুব বেশি ফোকাস পাবে না কোনদিনই , তবু আপনার চেষ্টটা অব্যাহত থাকুক ।
আমার মতো আরো শত শত কম্পুকানা সেই সাহায্য পেয়ে আন্তর্জালে তাদের অন্তরবাদ্যি লিখে যাক শত বছর ধরে ।
আর এই ফাঁকে আমরা সবাই বুড়ো হই একসাথে ।
জন্মদিন আনন্দে কাটুক , আনন্দে কাটুক এই তুচ্ছ জীবনটা ।
হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন ।
মন্তব্য
শুভ জন্মদিন অরূপ ভাই ... ভালো থাকুন ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
শুভ জন্মদিন অরূপ!
পোস্টটা আমি দিতে চাইছিলাম...টাইম জোনের পেজগীতে পৈড়া...গররররর
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
তৈরি থাকলে ফালায়া না দিয়া এইখানেই দিয়া দ্যান না কমেন্ট হিসাবে!
আমরা পড়ি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
থাক। আপাতত এই পোস্টটাই থাক।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমারটা ড্রাফট করে আপনাকে সুযোগ দিতে পারি ।
কী খাওয়াবেন আগে প্রকাশ্যে বলেন ।
খাওয়াবো।
তবে রহস্য....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শুভ জন্মদিন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
শুভ জন্মদিন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
শুভ জন্মদিন, অরুপ ভাই! চমত্ কার দিন কাটুক।
এই ফাঁকে আপনার করা ব্যানার আর প্রচ্ছদগুলোর প্রতি মুগ্ধতা জানিয়ে যাই আরেকবার।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমিও একটা ড্রাফট তৈরি করে বসেছিলাম। যেকোন ঝামেলায়, যেকোন বিতর্কে, যেকোন সমস্যায় একটা ফোন আসেই আসে। জলদগম্ভীর গলায় আস্বস্ত করে যান অরূপ ভাই। একদিকে বড় ভাই, আরেক দিকে খুবই প্রিয় বড় বোনের সূত্রে দুলাভাইও।
জন্মদিনে অনেক শুভেচ্ছা রইলো। আপনার প্রাণশক্তি আরও ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।
ড্রাফট যখন তৈরি, আপনেও দিয়া দ্যান এইখানেই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার পোস্টটা ড্রাফট করে আপনারটা প্রকাশের সুযোগ দিতে পারি ।
কী খাওয়াবেন বলেন ?
( বদ্দা'র চাইতে ভালো অফার হইতে হইবে কিন্তু ,নইলে বদ্দারে সুযোগ দিয়া দিমু । )
এখানেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যাই।
আপনার অনেক কর্ম ও কীর্তির মুগ্ধ ভক্ত আমি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার ঘরে এতো লোকের ভিড় কেন ? এরা কী চায় ?? কী চায়???
খাইসে।
এতগুলান হালকা-মাথা-গরম লোক এক ঘরে? এরা তো নিজেদের সাথে তর্ক করতে করতেই জীবন পার করে দেবে।
ভাই, কেক-কুক কবে খাওয়াইবেন?
আবার লিখবো হয়তো কোন দিন
২০% জীবন উপভোগ করাটা কিন্তু বিশাল অর্জন বাহে ।
আমার ছবি যদি এভাবে তোলা হয় , তাহলে দেখা যাবে , সারা ঘর জুড়েই খালি চিন্তিত মানুষেরা ।
শুধু ঐ চৌকির তলায় একজনকে দেখা যাবে কমিকস পড়ে জীবন উপভোগ করতে চাইছে , কিন্তু বাকীদের ভিড়ে পারছে না ।
অরূপের একি কান্ড?
খুশিতে মানুষ আটখানা হয় শুনেছি, কিন্তু অরূপ তো দেখি পাঁচখানা হয়ে আছে!
এখন আমি কোন অরূপকে জন্মদিনের শুভেচ্ছা জানাই?
কোনটা আসল আর কোনটা নকল?
ভাই মাশীদ, অরিজিনাল অপরূপ অরূপটাকে আমার শুভেচ্ছা পৌঁছানোর দায়িত্বটা তোমাতেই অর্পিত হলো।
শুভ জন্মদিন অরূপ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
শুভ জন্মদিন, অরূপ। আনন্দে কাটুক!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শুভ জন্মদিন, অরূপ।
লিখা সৈন্দর্য হইসে আরিফ জেবতিক।
ধইন্যা ।
বন্ধুর জন্মদিনে বলা চমৎকার কথাগুলো ভাল লাগল।
শুভ জন্মদিন অরূপ।
আরিফকে শুভেচ্ছা।
শুভ জন্মদিন
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন। আনন্দে থাকুন।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
লেখাটা অতি ভালো হয়েছে আরিফ ভাইয়া
অরুপ
জন্মদিনটা শুভ হোক অনেক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধইন্যা ।
শুভ জন্মদিন, অরূপ!
আর, সচলায়তনের জন্য ধন্যবাদ
শুভ জন্মদিন অরুপ।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
শুভ জন্মদিন, অরূপ।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
আরে! অরুপ'দা তো আমার চেয়ে ছোট, তবে মাত্র দুই দিনের
শুভ জন্মদিন অরুপ'দা। অনেক অনেক ভাল কাটুক সবসময়। আরিফ ভাইয়ের লেখা নিয়ে কথা নাই, সবসময় জোশ!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
দুই দিনের ছোট ! আগে জানলে মিলা মিইশাই না হয় দুনিয়ায় আইতেন । আপনি একদিন আগাইলেন , অরূপ একদিন পিছাইলেন ... হইতে পারতো , তাই না ?
উঁহু। হইতো না। তাইলে গ্যাপ বেড়ে চার দিন হইতো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হ , তাই তো !!
জন্মদিন আনন্দে কাটুক।
শুভ জন্মদিন অরূপ
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
শুভ জন্মদিন, অরূপ !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
Happy birthday!
শুভ জন্মদিন, অরূপ ভাই।
শুভ জন্মদিন অরুপ ভাই। জন্মদিন আনন্দে কাটুক।
আরিফ ভাইয়ের লেখায় আমি ফ্যানায়িত।
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন, অরূপ ভাই!
শুভ জন্মদিন
(প্রথম দিনের টাকিলার প্ল্যানটা কিন্তু ভুলি নাই হে )
শুভ জন্মদিন, বস----
আরিফ ভাইকে পাঁচ লক্ষ তারা---
শুভ জন্মদিন ...
ভালো কাটুক
আনন্দে কাটুক
শুভ জন্মদিন। অরূপ ভাই। ভালো থাকুন।
যদি অভ্রর মত ফোনেটিক পদ্ধতি আবিষ্কৃত না হত তাহলে কি আমি কখনো বাংলা টাইপ করতে পারতাম? মনে হয় না। যদি সচলায়তনের মত বাংলা ব্লগ না থাকতো তাহলে কি আমি বাংলা ব্লগে লিখতাম? সন্দেহ হয়।
এই তালিকা আরো বাড়ানো যায়। তবে বাড়ানোর দরকার আছে বলে মনে হয় না, সবাই জানেন। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আছি বলে গর্ব হয়। আবার একটু কষ্টও হয় এই ভেবে যে এদের সংখ্যা বড্ড কম।
শুভ জন্মদিন প্রিয় অরূপ! আপনার আগামী দিনগুলো আপনার তোলা ছবিগুলোর মত ঝকঝকে-রঙিন-উজ্জ্বল-সুন্দর হোক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন, অরুপ ভাই!
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন, অরূপ ভাই। ভালো থাকুন সবসময়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
Lina Fardows
অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন
বন্ধুরা সব কমেন্ট দিয়ে নাচছে তাধিন ধিন
কেক খাওয়ানো রইল বাকি, থাকনা তবে ঋণ !!!
শুভ জন্মদিন অরূপ !!!
Lina Fardows
আমি এখন ছড়াকারাতন্কে ভুগছি !!
শুভ জন্মদিন...
হাতে হারিকেনের ছবিটা জব্বর হইছে... কঠিন মজা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন অরূপ
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
বলার মতো আছে অনেক কিছুই, কিন্তু লিখতে গেলেই গড়বড়া হয়ে যায়। তাই শুভেচ্ছাটাই জানাই শুধু। প্রিয় ভগ্নিপতি আপনি ভালো থাকুন।
বদ্দা আর ইশতিয়াক্রউফের লেখাগুলান প্রকাশের আর্জি জানাই।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জন্মদিনে শুক্না ফিল্টারের শুভেচ্ছা!
সুন্দর হোক জন্মদিনসহ প্রতিটা দিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন অরূপ দাদা !
জন্মদিনে অনেক অনেক শুভকামান
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এরকম অসাধারণ করে জন্মদিনের শুভেচ্ছা-পত্র প্রকাশের জন্য প্রথমে ধন্যবাদ জানাই আরিফ ভাইকে।
অরুপ ভাইকে শুভ জন্মদিন! 'মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে'
ভালো থাকুন।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
শুভ জন্মদিন, অরূপ।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
শুভ জন্মদিন অরূপ ভাই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুভ নতুন বছর। আরো ফুলেন - ফলেন
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
শুভ নতুন বছর। আরো ফুলেন - ফলেন
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অরুপ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
আমার জ্ঞানের ভান্ডার বৃদ্ধির জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ!
সচলে সবার কাছেই কৃতজ্ঞ!
জন্মদিনের লেখাটিও খুব ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুভ জন্মদিন অরূপ দা। প্রিয় মানুষ, প্রিয় ব্লগার।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অরূপ পাগলার জন্মদিনে তার প্রিয় পানীয় সহ শুভেচ্ছা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মাথা গরম অরূপদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, যিনি প্রায়শই আমাকে তার কাছের মানুষদের তালিকা থেকে বাদ দিয়ে দেন, আর আমি বারবার জোর করে সেখানে এন্ট্রি মারি।
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হ আমারেও ফেইসবুক ফ্রেন্ড লিস্টি থেকে বাদ দিয়া দিছে।
তবুও হ্যাপী বাড্ডে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি আগেই কইছিলাম , এতো মার্গারিটা খাওয়া ঠিক না ।
আরিব্বাস ! অরূপদার জন্মদিন দেখি !
কেমন আছেন ভাইয়া ?
জন্মদিনের অশেষ শুভেচ্ছা জানাই।
কিভাবে জন্মদিন পালন করলেন লিখবেন কিন্তু !
===========================
--------------------------------------------------------
জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকল। ভাল থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
আরিফ ভাই, লেখাটা জোস হইসে।
শুভ জন্মদিন অরুপদা।
ভালো থাকুন, ভালো লিখুন।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
শুভ জন্মদিন অরুপ ভাই
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
শুভ জন্মদিন অরূপ ভাই। আরিফ ভাই, চমৎকার লেখা।
জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা৷
---------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আরিফের লেখা পড়লেই আমার মনে হয় কোথাও বোধহয় দশ নম্বর মহা বিপদ সংকেত দেয়া হচ্ছে কিংবা হয়ে গেছে
তাই বিপদ সংকেত খুঁজতে খুঁজতে নিচে এসে দেখলাম অরূপের জন্মদিন...
শুভজন্মদিন
(জন্মদিন আজ না কাল খেয়াল করিনি। ইদ মোবারক যেহেতু একমাস পর্যন্ত দেয়া যায় সেহেতু শুভজন্মদিনও দেয়া যায়)
ভয়ে ভয়ে বলি - শুভ জন্মদিন অরুপ।
আরিফ যদি বলে, বই প্রকাশকের এইসব বলতে নাই!!! তাই এই ভয়!
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
দেরীতে হলেও শুভেচ্ছা জানাই।
নতুন মন্তব্য করুন