ঘুরে এলাম মালয়েশিয়া -১/৪২

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ২৩/০৪/২০০৯ - ৫:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

থানার ওসি , হার্টের ডাক্তার আর গার্মেন্টস শিল্পের বড়কর্তাগন - এই তিনপদের মানুষের ফোন কখনোই বন্ধ করার কোন নিয়ম নেই । তবু ভোর রাতে যখন হাচড়ে পাচড়ে উঠে মোবাইলটি ধরলাম , তখনও বুঝতে পারিনি যে ফোনটি দূ:সংবাদ নিয়েই এসেছে । ফোন করেছে বিআন্কো , এই ইটালিয়ানটি আমার দীর্ঘদিনের বন্ধু , কাজ করে একটা বড় রিটেলারের বায়িং ডিভিশনে ।
- এতো রাতে ফোন করলা কী মনে করে ?
- রাত কোথায় , এখন তো তোমার ওখানে ভোর । তোমার কাছে রাত মনে হচ্ছে কেন ? রাতে বোধহয় পার্টি করেছ ? হা : হা : হা: !
আমি চরম বিরক্ত হয়ে বললাম - বিআন্কো , কথা ঝটপট সারো । তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না ।
বিআন্কো চরম অবাক হয়ে বলল - কেন ? কেন??
আমি জবাব দিলাম - প্রথম কারন হচ্ছে তোমার সাথে ইংরেজীতে কথা বলতে হচ্ছে , সকালে উঠেই মাথাখাটিয়ে তরজমা করে করে কথা বলতে ভালো লাগে না ; দ্বিতীয় কারন হচ্ছে পৃথিবীর এমন কোন টাইমজোন নেই যেখান থেকে আরেকটু ভদ্রস্থ সময়ে ফোন করা যায় না , আর তৃতীয় কারন হচ্ছে তোমার হাসি আগের চেয়ে আরো খারাপ হয়েছে । ( বলতে চেয়েছিলাম "বদখত হয়েছে" , কিন্তু "বদখত" শব্দের ইংরেজী জানি না বলে বলতে পারলাম না । )
বিআন্কো বললো - হুম । তাহলে সরাসরি কাজের কথায় আসি । স্টাইল নাম্বার এতো , এতো এবং এতোর কী অবস্থা ?
- তুমি নিশ্চয়ই আশা করো না আমি এগুলো মুখস্ত করে বসে আছি । তুমি একটা মেইল দাও , আমি অফিসে গিয়ে জানাব ।
-না , মানে আমরা চাচ্ছি এই অর্ডারগুলো ক্যানসেল করতে , ইয়ো ম্যান তুমি তো জানো , রিসেশন আমাদেরকে বেরাছেরা করে দিচ্ছে , সেল রিপোর্ট ভালো না , এখন আমাদেরকে টিকে থাকতে হবে । সুতরাং সবগুলো স্টাইলই হয় কাটছাট হবে নয়তো সরাসরি ক্যানসেল হবে । তোমার কাছে যে স্টাইলগুলো আছে , ওগুলো বোধহয় ক্যানসেলই করতে হবে ।

আমি ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে দাড়িয়ে থাকলাম । এই আকালের দিনে এই অর্ডারগুলোই ছিল আমার সম্বল , গত দুই সপ্তাহে প্রতিদিন অর্ডার ক্যানসেল হচ্ছে , প্রজেকশন ক্যানসেল হচ্ছে , নতুন কোন ইনকোয়ারি আসছে না ।
এখন যদি এগুলোও যায় , তাহলে ক্যাপাসিটির চার থেকে চার চলে যাবে , হাতে থাকবে পেনসিল । ( পেনসিল নয় , বলা উচিত লেবেঞ্চুষ ) ।
-----
দূ:সংবাদ যখন আসে তখন বাতাসের বেগে আসতে থাকে একের পরে এক । বেলা বারোটার মধ্যে আমি অনেকগুলো দূ:সংবাদ পেলাম । ব্যক্তিগত দূ:সংবাদের অন্যতম হচ্ছে একটা চেক দিয়েছিলাম একজনকে , সেই চেক ডিসঅনার হয়েছে , অল্পটাকার চেক , কিন্তু একাউন্টে টাকা নেই। কী সর্বনাশ !

ইচ্ছে হলো সব ছেড়ে ছুড়ে একেবারে বনবাসে চলে যাব ।

আমি জদলগম্ভীর স্বরে একাউন্ট সেকশনে ফোন করে বললাম , আমার টিকিট লাগবে ।
-স্যার কোথায় যাবেন ?
-আশেপাশে বনজঙ্গল আছে এমন কোথাও যাওয়া দরকার । পুরো পরিবার নিয়ে বনবাসে চলে যাব ।

দেখা গেল এই একটা সুসংবাদ আছে । বনবাসে যাওয়ার টিকিট স্বস্তা হয়েছে । আমি কোন কিছু না ভেবেই মালয়েশিয়া যাওয়ার টিকিট কেটে ফেললাম ।

( চলবে, আল্লাহর কসম চলবে , এখন হিমুর সাথে চা খেয়ে আসি । )


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

হিমুর সাথে চা খাওয়া লেখকের সংখ্যা যেভাবে বাড়ছে, আস্ত একটা চা-বাগান কিনে ফেলতে হবে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

কী করব দাদা ।
আপনারা যেখানে থাকেন সেখানে তো হরেক রকম পানীয় পাওয়া যায় ।
আমাদের তো কেরু আর তোকমার শরবত ।
এর চাইতে চা খাওয়াই ভালো ।

অফলাইনার এর ছবি

হু, বুঝতে পারলাম ।
আপনি যে গার্মেন্টস শিল্পের বড়কর্তা এটা বুঝতে পারলাম।

চলুক ।

আরিফ জেবতিক এর ছবি

এতো দেরীতে বুঝলেন !
আমি কতোদিন ধরে বুঝাতে চেষ্টা করছি । চোখ টিপি

কল্পনা আক্তার এর ছবি

রিসেশন আসলেই খবর করিয়ে দিচ্ছে মনে হচ্ছে। গত মাস দেড়েকে আমার অনেকগুলো রিটেইলার বড় এর সাথে কথা হয়েছে কিন্তু তারা তো বললো আগামী ছয় মাসের আগে তেমন প্রভাব পড়বে না, কিন্তু এখনতো দেখছি পুরো উল্টো হয়ে যাচ্ছে!!! এর পরও ওয়েজ রিফর্ম বিষয়টা খুব দ্রুতই আসছে কিন্তু.....

কারখানা বন্ধ হলো কতো তার কোন হিসাব আছে আপনার কাছে?

চা খেয়ে তাড়াতাড়ি ফিরেন প্লিজজজজ........

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আরিফ জেবতিক এর ছবি

কারখানা কয়টা বন্ধ হলো সেই হিসেব নেই । হুট করে বন্ধ হবে না , বন্ধ হতে আরো কয়েকমাস লাগবে । এখনও সবাই আশা নিয়ে টিকে থাকার চেষ্টা করছে ।

তবে আমাদের বিল্ডিংয়ে ৪টার মধ্যে ২টা বন্ধ হয়েছে ।( আজকে হয়েছে একটা , তবে বন্ধ না বলে তারা বলেছে একমাসের ছুটি । )
বাড্ডায় আমার সার্কেলে আরো ৪/৫টা ধুকছে , ৩টা বন্ধ হয়েছে ।

ওয়েজ রিফর্ম করলে অনেকগুলোই দ্রুত বন্ধ হবে । এই বছর ওয়েজ রিফর্ম করা ঠিক হবে না । দ্রব্যমূল্যও সহনীয় , বিজিএমইএ ১৬টাকাতে চাল দেবে ; এখনই ওয়েজ রিফর্ম করাটা হয়তো খারাপই হবে ।

মুস্তাফিজ এর ছবি

হো হো হো

...........................
Every Picture Tells a Story

আরিফ জেবতিক এর ছবি

একটা আর্টিস্টিক ইমো দিতে চাইছিলাম , কিন্তু ইমো দেয়াতে আমি বড্ড কাঁচা । মন খারাপ

স্নিগ্ধা এর ছবি

আপনারা দাদা চা খাওয়াটা বাদ দ্যান এবার! ভাল্লাগতেসিলো পড়তে পড়তে, শেষে এসে দেখি - আবার, আবার সেই কামান গর্জন --- 'চা' !!

আরিফ জেবতিক এর ছবি

দিদি ,
এজন্যই তো কইসি , আল্লাহর কসম গেটলক ।
৪২ পর্বের ঘোষনা দিছি , কমসে কম ৪ পর্ব তো ইজ্জতের খাতিরেই লিখব ।

মৃদুল আহমেদ এর ছবি

একটা জোকস ছিল এরকম :
বাবা আর ছোট বাচচা হেঁটে যাচ্ছে এক হোটেলের পাশে দিয়ে। ছেলে হোটেলর দিকে তাকিয়ে বাবাকে সরলভাবে জিজ্ঞেস করল, বাবা, ওরা কী খাচ্ছে?
বাবা সংক্ষেপে বললেন, চা!
ছেলে লজ্হায় লাল হয়ে বলল, নাঃ তুমি বরং চাও... আমার লজ্জা করে!

আপনাদের চা খাওয়ার ব্যস্ততা দেখে এখন লেখা চাইতে সেই ছেলের মতোই লজ্জা হয়...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

বিপ্লব রহমান এর ছবি

হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মূলত পাঠক এর ছবি

হা হা ফাটাইসেন, চাইতে লজ্জা লাগে! হাসি

আরিফ জেবতিক এর ছবি

আমার মনে পড়ল সেই কুমিরের রচনা ।
পুলা সব কিছুতেই কুমির টেনে আনে যে , ঐ গল্পটা ।

পান্থ রহমান রেজা এর ছবি

হ, দিনকাল সত্যিই ভালো না। দুঃসময় মনে হয় ধেয়ে আসছে। কী যে আছে কপালে। মন খারাপ

আরিফ জেবতিক এর ছবি

বিয়া তো করো নাই , ভয় কিসের ?

আরিফ জেবতিক এর ছবি

দুধ আনেন , চিনি আনেন আর পাত্তি আনেন ।
গরম পানি আমি আনমু ।

মূলত পাঠক এর ছবি

খাসা শুরুয়াৎ, সুড়ুৎ ক'রে মরমে পশিয়ে গেলো।

না মশাই আপনি আরাম করে চা খান, এ তো সবে বিয়াল্লিশ ভাগের এক ভাগ যদি শিরোনামটা ঠিক হয়, এখনি ধৈর্য হারালে চলবে না।

আরিফ জেবতিক এর ছবি

হ, এটাই তো পাবলিকরে বুঝাইতে পারছি না ।

নিবিড় এর ছবি

সবাই এইভাবে চা খাইতে গেলে কেমনে হবে মন খারাপ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আরিফ জেবতিক এর ছবি

কী করব , কেউ তো অন্য কিছু খাওয়ায় না । হিমু যাই হোক চা খাওয়ায় ।

তারেক এর ছবি

কমেন্ট -১/৪২ ।।

আমি নজুদার সাথে চা খেয়ে এসে বসলাম।
কিন্তু আপনার কষ্টের কথা শুনে হাসি খালি হাসি পাইতেসে... মালেশিয়ার সস্তা টিকেটের কথা শুনে আমারো খুব যাইতে ইচ্ছা করসিলো। পরে মনে হলো, আমার তো পাসপোর্টই নাই... মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পলাশ দত্ত এর ছবি

তার্ও আগে আপনাকে আরিফ জেবতিকের মতো লস খাওয়া গার্মেন্ট-ব্যবসায়ী হতে হবে চোখ টিপি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আরিফ জেবতিক এর ছবি

ওহ , এই তো মনে করায়া দিলেন । কোন এক পর্বে পাসপোর্ট প্রসঙ্গও আসিবেক ।

পলাশ দত্ত এর ছবি

আমার কমেন্টটা পোস্ট হলো না একটু আগে। অরূপের কাছ থেকে ধার করছিলাম : আমি চা খামু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আরিফ জেবতিক এর ছবি

চা খাইয়া এসে কমেন্ট করেন , পাবলিশ হবে ।

রণদীপম বসু এর ছবি

সবাই কেমুন একটা উছিলা বানাইয়াই মালয়েশিয়ার টিকিট খোঁজে ! ঘটনার ভিতরের আসল ঘটনাটা আসলে কি ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আরিফ জেবতিক এর ছবি

সিলেটে যেতে লাগে ১০ হাজার কিন্তু ১৫ হাজারে মালয়েশিয়া যাওয়া যায় !
অরূপরে যন্ত্রনা দেয়ার এরকম সুবর্ণ সুযোগ হেলায় হাতছাড়া করার মতো দয়াদ্র সচল কি কেউ আছে ?

পলাশ দত্ত এর ছবি

সত্যি নাকি মশাই! মালয়শিয়া না বিদেশ! ওইখানে মাত্র ১৫ হাজার টাকা দিলেই যাওয়া যায়!! এতো কিছু না-জেনে কিভাবে যে বেঁচে আছি। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

মামুন হক এর ছবি

মনোযোগ দিয়া পড়তেছি, পয়সা দিয়া গেইটলকে উঠছি শেষ পর্যন্ত না গিয়া থামতাম না। গল্পটা ভালো লাগছে, তবে ততোধিক ভাল হয়েছে মৃদু wool আহা মেদ! এর জ়োঁক খানা।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

চা ও বুঝে সুঝে খান।
রিসেশন কিন্তু এখানেও হানা দেবে।

রানা মেহের এর ছবি

আরিফ ভাইয়া
চা খাও। চায়ের সাথে দুটো সিগারেটও খাও
তাও পরের পর্বটা তাড়াতাড়ি লেখ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ইংরেজরা বাঙালিদের চা খাওয়া শিখিয়েছে, আর সচলদের চা খাওয়া শেখালেন হিমু রেগে টং

আল্লাহর কসম তো কইলেন! দেখি, ঈমানের জোর কদ্দূর।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

কবে যে বড় হমু, কবে যে "বনবাসে" চোখ টিপি যামু ...

অতন্দ্র প্রহরী এর ছবি

সুন্দর এই লেখাটা পড়ে আমারও তো বনবাসে যাইতে মঞ্চায় মন খারাপ

চা খায়া তাড়াতাড়ি ফেরেন...

রেনেট এর ছবি

মন্দার বাজারে দেখি চায়ের ব্যবসার ভালো কাটতি।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লোকজনের ঘুরাঘুরি দেখলে মিজাজ খ্রাপ হয়।
এগুলার কোনো কাম কাজ নাই? এত টাইম পায় কই?

মালয়েশিয়া যাওয়া মনে হয় এই জীবনে আমার হবে না। আগে একবার সিঙ্গাপুর মালয়েশিয়া যাওয়ার বন্দোবস্ত হইলো, কিন্তু সিঙ্গাপুর সেরেই ফেরত আসলাম সময়াভাবে। এখন পানির দরে মালয়েশিয়া যাইতেছে লোকজন, আর আমার উত্তরা থেকা ধানমন্ডি যাইতে সময় চিন্তা করতে হয়।

অবিচার, ঘোর অবিচার... যাই, আমিও চা খাইয়া আসি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আতিক রাঢ়ী [অতিথি] এর ছবি

আমরা আবার বেকার হমু। আবার বাকিতে মামুর দোকানের চা খামু। মাঝখান থিকা বিয়াডা যে ক্যা করতে গেলাম..........................................

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলবে, আল্লাহর কসম চলবে...
দেখা যাক, চা খেতে কতক্ষণ লাগে। হাসি

........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সাইফুল আকবর খান এর ছবি

১/৪২!
কী আশার কথা! দেঁতো হাসি
শুনবো আরিফ ভাই। বইলেন, বলতে থাইকেন। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।