লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ১১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:
মানুষ কি একসময় তার নিজের মুখোশের ভেতর আটকা পড়ে?
আমরা জন্মাই সবাই একধরনের।তারপর শৈশবেই আমাদের শরীরে ট্যাগিং শুরু হয়ে যায়।কেউ কেউ ভালো ছেলে,সুবোধ ছেলে হিসেবে পরিচিতি পায়,তার পুরোটা শৈশব আর কৈশোর তখন সুবোধ বালক হয়েই কাটাতে হয়।কেউ কেউ হয় দুষ্টবালক,পাড়ার সবগুলো গাছে তার চড়া চাই,সবগুলো মারামারিতে তার অংশগ্রহন আবশ্যক।এই খ্যাতিটা সে সারাজীবন বয়ে বেড়ায়।অন্য পাড়ার মারামারিতে তার উপর পাড়ার জোয়ান বুড়োদের ভরসা সৃষ্ঠি হয় সেই ভরসা ধরে রাখতেই তাকে বারংবার ছুটে যেতে হয় লড়াইর ময়দানে।
একজন জনপ্রিয় লেখক যখন ঈদ সংখ্যা বা বইমেলা ধরার জন্য নির্দিষ্ট ফর্মুলাতে রাতজেগে উপন্যাস নামাতে ব্যস্ত থাকেন,তখন তারঁ কি মনে হয় না সত্যি সত্যি একটি ভালো উপন্যাস লিখি,প্রেমের এই প্যানপ্যানানি আর কতো?মনে হয় নিশ্চয়ই,তবু তিনি তার নির্দিষ্ট ফর্মুলার বাইরে বেরুতে পারেন না।একজন সৎ মানুষ যখন তিল তিল করে তার সংসারকে ধ্বংসের দিকে নিয়ে যান,তার হয়তো কখনো কখনো মনে হয় একটু ঘুষটুস খাই,কিন্তু তার এতোদিনের সৎ ইমেজ থেকে বেরুতে না পারার অক্ষমতা তাকে বাধা দেয়।
একজন আরিফ জেবতিককে কি তার ইমেজ নিয়ে ভাবতে হয়?হয়তো বা অবচেতনে ভাবে,নইলে যখন মুখ খারাপ করে গালাগালি দিতে ইচ্ছা হয়,তখন কেন সে এড়িয়ে যায়?এই ভন্ডামি কি নিজের সাথে?হতে পারে।
আমি মানুষ,আমার ডানের মানুষ,বামের মানুষ আমরা সবাইকি নিজের তৈরী অদৃশ্য মুখোশের ভেতর নিজেদের ভরে ফেলেছি?
মুখোশটাকেই কি মুখ মনে করে নিজস্ব দিনযাপনের ডায়েরীতে লিখে রাখছি অন্য মানুষের জীবন বোধ?
কে জানে?কে বলতে পারে??
মন্তব্য
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আরিফ জেবতিক ভাই আপনার নাম বাংলা করতে চাইলে জানাবেন অথবা আমার কোন একটি পোস্টে।
ArifJebtik -> আরিফ জেবতিক
হবে। লগইন করতে হবে এই নামে, বাংলায়।
====
মানুষ চেনা দায়!
জ্বি না জনাব।আমি কিছুদিন ইংরেজ থাকিতে চাই।আপনাকে প্রস্তাবের জন্য ধন্যবাদ।
ওকে
====
মানুষ চেনা দায়!
নতুন মন্তব্য করুন