আজ সারা রাত

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: বুধ, ০৪/০৭/২০০৭ - ৮:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ সারা রাত অঝোর ধারায় বৃষ্টি পড়ুক
আজ সারা রাত কষ্ট গুলো ডানা মেলে
স্মৃতির সাথে ইচ্ছেমতো যুদ্ধ করুক।
আজ সারা রাত নির্ঘুম রাত একাই কাটুক
আজ সারা রাত আমায় ভেবে
দু চোখ বেয়ে একটু না হয় অশ্রু ঝরুক।


মন্তব্য

বিপ্রতীপ এর ছবি

আরশাদ ভাই,
...প্রতিটা শব্দ আমায় স্পর্শ করেছে ...অনেক ভালো লেগেছে ...অনেক ভালো...

দৃশা এর ছবি

কাইন্দা কি হইব?...ধইরা মাইর দেন।

দৃশা

আরশাদ রহমান এর ছবি

বিপ্রতীপ, অনেক ধন্যবাদ।

দৃশা, আমি কানলাম কই হাসি
আমিতো কইলাম আমারে হারাইয়া ওরে কান্দনের কথা।।।।
নজরুলের কবিতা আছেনা।।।।বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে ঐ টাইপ আর কি হাসি

দৃশা এর ছবি

আমিও তো আপনের কান্দনের কথা কই না...আজকাল খুব কমই মানুষ অন্যের জন্য কান্দে...সো সেই আশা বাদ দিয়া ডিরেক্ট এ্যাকশনে যান...দেন মাইর ।

দৃশা

আরশাদ রহমান এর ছবি

ঠিক আছে তাই সই। মাইরের উপরে অসুধ নাই।

ঝরাপাতা এর ছবি

সচ্ছন্দ।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ইরতেজা এর ছবি

আমার প্রথম ব্লগ মন্তব্য।
ভালো কবিতা

ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

তারেক এর ছবি

আর টেনশন নাই। ভোর হইয়া গেছে। কান্দাকাটি বন্‌!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আরশাদ রহমান এর ছবি

ধন্যবাদ ঝরাপাতা, ইরতেজা এবং তারেক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।