ভাষার লাগি দেশের লাগি জীবন দিলো যারা
মুক্ত স্বাধীন বাংলাদেশ চেয়েছিলো তাঁরা।
আজকের এই বাংলাদেশে পেলাম সেটা কই
শোষক শ্রেণীরর যাতাকলে পিষ্ঠ মোরা হই।
কেউবা দেখ পায়না খেতে অনাহারে মরে
অন্য দিকে চুরির টাকায় কেউবা পাহার গড়ে!
সংস্কৃতিটা আগের মত নেই যে সেটা বুঝি
লক্ষ প্রাণের আত্মত্যাগের মানে আমি খুঁজি।
এই একুশের শপথ মোদের সোনার বাংলা গড়া
বাংলা হবে অযোগ্য আর ধর্মান্ধ ছাড়া।
জাগছে দেখো নতুনরা সব কে আর তাঁদের রুখে
বাংলাদেশের সকল মানুষ থাকবে জেনো সুখে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন