নূপুর পায়ে তুমি হঁটে যাও
হৃদয়ে বাজে প্রতিধ্বনি,
আপন মনে তুমি হেসে যাও
এ মন তোমায় দিয়ে দিন গুনি।
বাতাসে উড়ে ওই চুল গুলো
হৃদয়ে প্রলয় বয়ে যায়,
পবন আঁচল নিয়ে খেলছিলো
মনের বাঁধন ভেঙে যায়।
চোখের চকিত চাহনি
আশার প্রদীপ জ্বেলে দেয়,
তোমার হঠাৎ চলে যাওয়া
হৃদয় আমার ভেঙে দেয়।
মন্তব্য
আরশাদ রহমান বেশ কয়দিন পর । ভালো আছেন তো?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান মোরশেদ, ভাল আছি তবে জঘন্য রকমের ব্যস্ত তাই ব্লগে ঢোকার তেমন সময় পাইনা। আর দু এক সপ্তাহ পরে আশাকরি নিয়মিত হবো। আপনার খবর কি?
ধন্যবাদ ইমরুল হাসান।
ইমরুল হাসান, বন্ধুরা অনেক আগে সুর দিয়েছিলো তাই এখন গানই মনে হয়।
নতুন মন্তব্য করুন