একুশ

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: শুক্র, ২২/০২/২০১৩ - ১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একুশ আমার রক্তস্নাত বর্ণমালা
দু:সময়ে দু:সাহসী যোদ্ধা বানায়।
একুশ আসে সমর সাজে
ঘুণে ধরা সমাজটাকে বিদায় জানায়।
একুশ প্রাণে আশার আলো
অত্যাচারের প্রতিবাদে কঠিন ভাষা।
দেশের লাগি ভাষার লাগি
বজ্র কঠিন শপথ নিয়ে সর্বনাশা।
একুশ ফাগুন রাঙা হয়ে
জনগণের অধিকারে আস্থা জানায়।
একুশ জরা জীর্ণতাকে ছুড়ে ফেলে
তরুন প্রাণে দিন বদলের বার্তা শোনায়।
একুশ শেখায় বাঁচতে হলে
বাঁচার মতই বাঁচতে হবে।
সকল বাধা ভেঙ্গে দিয়ে
সত্যিকারের সোনার বাংলা গড়তে হবে।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সত্যিকারের সোনার বাংলা গড়তে হবে।

______________________________________
পথই আমার পথের আড়াল

সাফিনাজ আরজু এর ছবি

একুশ শেখায় বাঁচতে হলে
বাঁচার মতই বাঁচতে হবে।
সকল বাধা ভেঙ্গে দিয়ে
সত্যিকারের সোনার বাংলা গড়তে হবে।

চলুক চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

আরশাদ রহমান ভাইকে অনেক ধন্যবাদ

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ লাগল ! 'একুশ' নাকি 'একুশে' ?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আরশাদ রহমান এর ছবি

একুশ মানে একুশে বুঝিয়েছি। মিলের জন্য একুশে বলিনি কিন্তু আপনার মন্তব্য পেয়ে এখন ভেবে দেখতে হবে বদলানো দরকার কিনা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।