ঘুম পাড়ানি ছড়াঃ স্বাধীনতার গল্প

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: সোম, ২৬/১১/২০০৭ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গল্পে শোন খোকা খুকি বাংলাদেশের কথা
বলছি শোন কেমন করে হলো স্বাধীনতা।
গোলাম আযম পিশাচ হয়ে এই বাংলায় এলো
সঙ্গী সাথী রাজাকার আর আল-বদরকে পেলো।
বললো দেশে বাংলা বলে থাকবেনাতো কিচ্ছু
তোমরা যারা বাংলা প্রেমি সব গুলো হায় বিচ্ছু।
পাকিস্তানের বিরুদ্ধে কেউ কইছো কথা যদি
খুন হত্যা ব্যভিচার হায় চলবে নিরবধি।
দেশের মানুষ জড়ো হলো শেখ মুজিবের ডাকে
তৈরি হলো ভেঙ্গে দিতে পিশাচের হাতটাকে।
সাত তারিখে শেখ মুজিবের অগ্নিঝরা ডাক
সবাই খুশি কেবল শুধু পিশাচেরা রাগ।
মুক্তিকামী বাংলা প্রেমি করলো শুরু কাজ
দিনে দিনে তৈরি হলো নিলো রণসাজ।
পঁচিশ তারিখ পিশাচের দল করলো শুরু হত্যা
বন্ধ হলো আলোচনা সমঝতার পথটা।
বুঝলো যখন হেরেই যাবে ঐ পিশাচের দল
করলো শুরু মারা দেশের বুদ্ধিজীবি সকল।
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হলো শেষ
ষোল তারিখ বিজয় পেলো সবার বাংলাদেশ।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ধন্যবাদ আরশাদ রহমান ।
মুক্তিযুদ্ধ বিষয়ক আরো ছড়া যুক্ত হোক সচলায়তন প্রকাশনায় ।
----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

সাধুবাদ আশরাদ রহমান-কে
সচলায়তনে মুক্তিযুদ্ধের নতুন ছড়া সংযোজনের জন্য।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাহবুবুল হক এর ছবি

আরশাদ তো ছড়াকার হিসেবে বেশ দক্ষ মনে হচ্ছে। ব্লগে আপনার (তোর) এ বিষয়ে খ্যাতিও আছে। অধমের দুএকটা পরামর্শ আমলে আনতে পারেন- সংখ্যাগুলোকে বানান করে লিখলে ভালো হয়। আর শেষ লাইনে 'মোদের' শব্দের স্থলে 'আমার' বা 'সবার' সহজেই মিলে যায়।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

আরশাদ রহমান এর ছবি

মাসুম, তোর পরামর্শ পাওয়াতো এই অধমের জন্য ভাগ্যের ব্যাপার। তোর পরামর্শ অনুযায়ী সম্পাদনা করলাম।

আরশাদ রহমান এর ছবি

ধন্যবাদ হাসান মোরশেদ এবং জলিল ভাই। আপনাদের উদ্যোগ সফল হোক।

সাইফ তাহসিন এর ছবি

অসাধারণ ছড়াটা, আপনাকে দেখি না কেন সচলায়তনে?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।