প্রত্নতত্ত্ব নিয়ে আজকে ATN বাংলার অন্যদৃষ্টি অনুষ্ঠানে আলোচনা করছিলেন ব্যারিস্টার তানিয়া আমির ও ড. শামসুজ্জামান খান (সাবেক মহাপরিচালক জাতীয় জাদুঘর) । যেহেতু এই বিষয়ে এখনও খানিকটা কনফিউশন আছে অনেকেরই তাই এই আলোচনাটা তুলে দেওয়া জরুরী মনে হল..
সময়: ১৯মিনিট ২৮সেকেন্ড
মন্তব্য
সম্মানিত সচল মাসুদা ভাট্টি ও ছিলেন প্যারিসে ব্যারিষ্টার তানিয়ার সাথে ।
মাসুদা ভাট্টি সময় করে প্যারিস কর্মসুচী নিয়ে বিস্তারিত পোষ্ট দিলে ভালো হতো ।
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বাংলাদেশে বিভিন্ন বৈদেশিক উৎখনন মিশন নিয়ে যূথচারী আমাদের ভালোভাবে জানাতে পারেন বলে মনে করি।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন