সর্বোচ্চ পোস্টদাতা:
হিমু | 141 |
হাসান মোরশেদ | 116 |
মুহম্মদ জুবায়ের | 84 |
সুমন চৌধুরী | 79 |
শোহেইল মতাহির চৌধুরী | 78 |
আড্ডাবাজ | 75 |
কনফুসিয়াস | 68 |
আরিফ জেবতিক | 64 |
ঝরাপাতা | 58 |
অপ বাক | 48 |
অছ্যুৎ বলাই | 48 |
জ্বিনের বাদশা | 47 |
ফারুক হাসান | 40 |
অমি রহমান পিয়াল | 39 |
ইশতিয়াক রউফ | 38 |
বিপ্লব রহমান | 37 |
সবুজ বাঘ | 36 |
রাগিব | 36 |
প্রকৃতিপ্রেমিক | 36 |
সুবিনয় মুস্তফী | 36 |
সর্বোচ্চ মন্তব্যকারী
হাসান মোরশেদ | 1891 |
এস এম মাহবুব মুর্শেদ | 1854 | সুমন চৌধুরী | 1476 |
আরিফ জেবতিক | 1332 |
হিমু | 1161 |
আনোয়ার সাদাত শিমুল | 1080 |
শোহেইল মতাহির চৌধুরী | 1030 | সৌরভ | 1010 |
মুহম্মদ জুবায়ের | 911 |
অমিত আহমেদ | 882 |
নজমুল আলবাব | 861 |
দ্রোহী | 808 |
অছ্যুৎ বলাই | 754 |
ইশতিয়াক রউফ | 722 |
ঝরাপাতা | 718 |
হাসিব | 718 |
ধুসর গোধূলি | 668 |
কনফুসিয়াস | 650 |
অলৌকিক হাসান | 591 |
বিপ্লব রহমান | 547 |
সর্বোচ্চ হিটখোরঃ
হিমু | 21976 |
হাসান মোরশেদ | 16567 |
আরিফ জেবতিক | 16127 |
শোহেইল মতাহির চৌধুরী | 13570 |
মুহম্মদ জুবায়ের | 10921 |
আড্ডাবাজ | 10111 |
সুমন চৌধুরী | 8566 |
কনফুসিয়াস | 7888 |
অমিত আহমেদ | 7211 |
বিপ্লব রহমান | 6051 |
অছ্যুৎ বলাই | 5751 |
সুবিনয় মুস্তফী | 5510 |
জ্বিনের বাদশা | 5459 |
সুজন চৌধুরী | 5266 |
অমি রহমান পিয়াল | 5262 |
নজমুল আলবাব | 5226 |
ইশতিয়াক রউফ | 4797 |
রাগিব | 4755 |
সবুজ বাঘ | 4628 |
ঝরাপাতা | 4518 |
আনোয়ার সাদাত শিমুল | 4463 |
ধুসর গোধূলি | 4435 |
অলৌকিক হাসান | 4389 |
ফারুক হাসান | 4090 |
সৌরভ | 4050 |
অপ বাক | 4034 |
শ্যাজা | 3929 |
বিপ্রতীপ | 3914 |
মাহবুব লীলেন | 3588 |
থার্ড আই | 3542 |
প্রকৃতিপ্রেমিক | 3462 |
দ্রোহী | 3388 |
হাসিব | 3351 |
মাশীদ | 3329 |
রাসেল | 3275 |
রেজওয়ান | 3251 |
অভিজিৎ | 3171 |
সুশান্ত | 3140 |
সংসারে এক সন্ন্যাসী | 3029 |
হযবরল | 2983 |
উৎস | 2869 |
জিফরান খালেদ | 2808 |
রাহা | 2738 |
কিংকর্তব্যবিমূঢ় | 2650 |
মাশা | 2461 |
সর্বোচ্চ মন্তব্য পেয়েছেন যারাঃ
হিমু | 1814 |
হাসান মোরশেদ | 1553 |
আরিফ জেবতিক | 1320 |
শোহেইল মতাহির চৌধুরী | 1208 | মুহম্মদ জুবায়ের | 1145 |
সুমন চৌধুরী | 855 |
কনফুসিয়াস | 752 |
আনোয়ার সাদাত শিমুল | 610 |
জ্বিনের বাদশা | 604 |
অছ্যুৎ বলাই | 558 |
নজমুল আলবাব | 558 |
আড্ডাবাজ | 552 |
সুজন চৌধুরী | 547 |
অমিত আহমেদ | 509 |
ধুসর গোধূলি | 503 |
বিপ্লব রহমান | 471 |
হাসিব | 471 |
সবুজ বাঘ | 469 |
অমি রহমান পিয়াল | 459 |
ঝরাপাতা | 419 |
সুবিনয় মুস্তফী | 415 |
অলৌকিক হাসান | 401 |
ইশতিয়াক রউফ | 388 |
সংসারে এক সন্ন্যাসী | 383 |
সৌরভ | 380 |
শ্যাজা | 359 |
মাহবুব লীলেন | 349 |
রাগিব | 338 |
ফারুক হাসান | 337 |
উৎস | 329 |
দ্রোহী | 306 |
সচলায়তন | 304 |
মাশীদ | 298 |
কিংকর্তব্যবিমূঢ় | 290 |
সুশান্ত | 271 |
বিপ্রতীপ | 261 |
প্রকৃতিপ্রেমিক | 260 |
অভিজিৎ | 258 |
নিঘাত তিথি | 256 |
থার্ড আই | 237 |
লুৎফর রহমান রিটন | 233 |
জিফরান খালেদ | 212 |
দৃশা | 203 |
হযবরল | 194 |
ফারুক ওয়াসিফ | 193 |
শামীম | 189 |
রাহা | 189 |
মন্তব্য
কুন লিস্টিতই দেখি নাম নাই।
সারা বসর করলামডা কি তাইলে ?
----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
- হ, কী করলাম তাইলে। দিনরাইট হমানে পুস্টাইয়া দেহি লিস্টিতে নাম নাই।
আমার মনেলয় এইহানে চালুনি কারচূপি হৈছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইন্টেনসিটির ভিত্তিতে দেয়া উচিত। অর্থাৎ কমেন্ট পার পোস্ট, হিট পার পোস্ট, এভাবে।
হাঁটুপানির জলদস্যু
আরো যা যা দিতে পারেন --
- সবচেয়ে বেশী হিটখাওয়া ৫টা পোস্ট
- সবচেয়ে বেশী কমেন্টখাওয়া ৫টা পোস্ট
- গ্রেটেস্ট হিটস ৫টা কবিতা, ইত্যাদি
এ ছাড়াও গড় হিসাবগুলা দিতে পারেন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
পোস্ট গুলির লিংক দিলে সুবিধা হইত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বেচারা অরূপ ভাইয়ের জান তেজপাতা হবার জোগাড় আমাদের আবদারের জ্বালায়! খারাপ না। দেখে ভালই লাগলো।
আরেব্বাস, সর্ব্বোচচ মন্তব্যকারী আমি!
অথচ অনেক প্রিয় পোষ্টে সময়ের অভাবে মন্তব্য করা হয়নি ।যাক স্বস্তি পেলাম ।
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কোন কোন স্থানে আমার নামটাও দেখলাম; ভালই লাগল। অল্পকয়দিনে প্রাপ্তি একেবার কম না। আরো কিছু পরিকল্পনা আছে, ইমেইলে পাঠাব।
দুদকের তালিকা মনে হচ্ছে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমার 'প্রযুক্তি ও আমাদের ভবিষ্যত'-এই লেখাতে হিট ছিল ১২০৪
...দুদকের লিস্টিতে নাম নাই ক্যান?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ঠিকাছে....
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
সর্বনিম্ন স্থান পাওয়ারও তো একটা গৌরব আছে নাকি! তাইলে ওইটার কোনো উল্লেখই নাই, এইটা কেমন। একটা সর্বনিম্ন তালিকা প্রডিউস করেন প্লিজ, তাইলে আমি নিশ্চিত যে আমার নামটাও থাকবে। তখন বলতে পারব, দেখ আমিও কম যাই না, আমার নামও তালিকায় আসে! হাহাহা।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
সর্বনিম্ন তালিকা বললে কেমন কেমন লাগে
বলবেন নিচের দিক থেকে ফাস্ট
হাসান মোরশেদ আর হিমু দুই জনরে যৌথ ভাবে মেডেল দিয়া দ্যান।
আর অরুপ দাদারে ধন্যবাদ। এত কষ্ট কইরা একখান জব্বর কাম করার লাইগ্যা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আপনার আগের ছবিটা কী দোষ করলো? এইটা দেখলে কেন জানি ভয় লাগে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আবার লিখবো হয়তো কোন দিন
হুমম্ । ...এই হইলো ঘটনা।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন