শহীদ মতিউর: ঢাকায় হরতাল। ২৪ ঘন্টার কারফিউ। সেনা তলব। এর মধ্যেই হাজার হাজার মানুষের মিছিল। আবার মিছিলে গুলি বর্ষন। গুলিবিদ্ধ হবার পর ছাত্রজনতা নবকুমার ইন্সটিটিউশনের মতিউরকে নিয়ে যাচ্ছে হাসপাতালে (জানুয়ারী ২৪, ১৯৬৯)
নিউইয়র্ক টাইমসে খবর - ০১
নিউইয়র্ক টাইমসে খবর - ০২
নিউইয়র্ক টাইমসে খবর - ০৩
মন্তব্য
যথারীতি অসামান্য!
জালাল ভাই, এই ফেব্রুয়ারিতে ৫২-এ ফেব্রুয়ারির ঘটনাপঞ্জির একটা ধারাবাহিক করা যায় দিনতারিখের ক্রম অনুযায়ী? মালমশলা আপনার কাছে মজুত আছে জানি। এই অল্প সময়ে সাজিয়ে তুলতে পারবেন কি না, সেটাই প্রশ্ন।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এরকম পোস্ট ধরে রাখুন। পুরো ফেব্রুয়ারি জুড়ে হোক মহান একুশ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পোস্ট।
অসাধারণ কালেকশন। লেখকের বক্তব্যসমেত পোস্ট হলে বাকি ১ আনাও পেতাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
...ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক।...
সেল্যুট@ জালাল ভাই।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন